মালানের সঙ্গে কিছু হয়নি: ফেসবুকে তামিমের ব্যাখ্যা

তামিম ইকবাল। ছবি: ফিরোজ আহমেদ

সাম্প্রতিক সময়ে প্রায় নিয়মিতই শিরোনাম হচ্ছেন তামিম ইকবাল। তার অধিকাংশই নেতিবাচক দিক থেকে। তবে এর সব সত্যি নয় বলে দাবী করছেন সদ্যই জাতীয় দল থেকে অবসর ঘোষণা করা বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। আগের দিন ডেভিড মালানের সঙ্গে কিছু হয়নি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতি দিয়েছেন তিনি।

মূল ঘটনাটি ঘটে রোববার চিটাগং কিংসের বিপক্ষে ফরচুন বরিশালের ৬ উইকেটে জয়ের ম্যাচে। বরিশালের ইনিংসের চতুর্থ ওভারে ডেভিড মালানের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে রানআউট হন তামিম। তাতে সন্তুষ্ট হতে পারেননি তিনি। তবে এরপর মালানকে কিছু একটা বলতে দেখা যায়। যা ধরা পড়ে টিভি ক্যামেরায়।

 

সেই বিষয়টিই স্পষ্ট করেছেন তামিম। ফেসবুকে তিনি লিখেছেন, 'অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডেভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে!'

'মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায়  'সরি' বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!'

'এরকম অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়। কিন্তু টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সবকিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়।'

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

4h ago