বিশ্বকাপ রাঙিয়ে ২০২৪ সালে টি-টোয়েন্টির বর্ষসেরা আর্শদীপ

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখার পাশাপাশি বছরজুড়ে এই সংস্করণে আর্শদীপ সিংয়ের পারফরম্যান্স ছিল অসাধারণ। সেটার স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে আইসিসির টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতের বাঁহাতি পেসার।

শনিবার গত বছরের সেরা পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে আর্শদীপের নাম প্রকাশ করেছে আইসিসি। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, পাকিস্তানের বাবর আজম ও জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে হারিয়ে বর্ষসেরার পুরস্কার জিতেছেন তিনি।

২০২৪ সালে ভারতের হয়ে ১৮ টি-টোয়েন্টি খেলেন ২৫ বছর বয়সী আর্শদীপ। ১৫.৩১ গড় ও ৭.৪৯ ইকোনমিতে ৩৬ উইকেট শিকার করেন তিনি। ক্রিকেটের সবচেয়ে ক্ষুদ্রতম সংস্করণে ভারতের বোলারদের মধ্যে যা এক পঞ্জিকাবর্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি। ২০২২ সালে ৩৭ উইকেট নেওয়া ডানহাতি পেসার ভুবনেশ্বর কুমার আছেন সবার ওপরে।

গত বছর টি-টোয়েন্টিতে আর্শদীপের চেয়ে বেশি উইকেট পান চারজন। তারা হলেন সৌদি আরবের উসমান নাজিব (৩৮), শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৩৮), সংযুক্ত আরব আমিরাতের জুনাইদ সিদ্দিক (৪০) ও হংকংয়ের এহসান খান (৪৬)। তাদের সবাই অবশ্য আর্শদীপের চেয়ে বেশি ম্যাচ খেলেন।

২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পথে ৮ ম্যাচ খেলেন আর্শদীপ। ১২.৬৪ গড়ে ১৭ উইকেট পান তিনি। আফগানিস্তানের বাঁহাতি পেসার ফজলহক ফারুকির পাশাপাশি তিনি ছিলেন যৌথভাবে আসরের সর্বোচ্চ উইকেটশিকারি।

গণমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি ও সমর্থকদের ভোটে আইসিসির বর্ষসেরাদের নির্বাচিত করা হয়।

Comments

The Daily Star  | English

Polytechnic students issue 48-hr ultimatum over six-point demand

Threaten a long march to Dhaka if govt doesn't respond to demands

17m ago