বিশেষ ব্যবস্থায় বিদেশি খেলোয়াড় ছাড়াই খেলছে রাজশাহী

সময়ের হিসেবে ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগেই মাঠে এলো দুর্বার রাজশাহী। অনুশীলনেও নামলেন খেলোয়াড়রা। কিন্তু সেখানে ছিলেন না কোনো বিদেশি খেলোয়াড়। এক কোচ ইজাজ আহমেদই ছিলেন দেশের বাইরের একমাত্র প্রতিনিধি। এরপর হলো টসও। তখনও দেখা নেই কোনো বিদেশির। পরে জানা যায়, বিশেষ ব্যবস্থায় শুধুমাত্র দেশি খেলোয়াড় নিয়ে খেলবে দুর্বার রাজশাহী।

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে দুর্বার রাজশাহী। কিন্তু টস হয়ে গেলেও মাঠে এসে পৌঁছায়নি কোনো বিদেশি খেলোয়াড়। যে কারণে বিদেশিদের ছাড়াই খেলতে নামছে দলটি। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

জানা গেছে, রাজশাহীর বিদেশি খেলোয়াড়রা হোটেলেই অবস্থান করছেন। পারিশ্রমিক না পেয়ে ম্যাচ খেলবেন না তারা। আর পারিশ্রমিক পেলেই তারা মাঠের উদ্দেশ্যে রওনা হবে বলে জানিয়েছেন দুর্বার রাজশাহীর মিডিয়া ম্যানেজার ইশতিয়াক পারভেজ। কিন্তু শেষ পর্যন্ত কোনো সুরাহা না হওয়ায় বিপিএলের টেকনিক্যাল কমিটির দ্বারস্থ হয় তারা। সেখানে মিলে বিশেষ অনুমতি।

এদিকে বিপিএলের নিয়ম অনুযায়ী, একাদশে চারজন খেলোয়াড় খেলাতে পারে একটি দল। তবে কমপক্ষে দুইজনকে খেলাতেই হবে। সেক্ষেত্রে ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কা ছিল শুরু থেকেই। তবে বিশেষ ব্যবস্থায় ম্যাচটি আয়োজনের পথে হাঁটেন আয়োজকরা।

তবে জানা গেছে দেশের খেলোয়াড়দের পারিশ্রমিকের একাংশ পরিশোধ করেছে রাজশাহী। হাতে খাম নিয়ে সতীর্থদের নিয়ে তোলা একটি ছবি সামাজিকমাধ্যমে আপলোডও করেছেন দলের সদ্য সাবেক হওয়া অধিনায়ক এনামুল হক বিজয়। তবে বিদেশিদের ক্ষেত্রে তাদের অবস্থান জানা যায়নি।

এদিকে সোমবার সকাল থেকেই নানা নাটক হয় রাজশাহীর এই পারিশ্রমিক নিয়ে। সকালে হোটেল ওয়েস্টিন ত্যাগ করেন খেলোয়াড়রা। আগের রাত্রে আকস্মিকভাবে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের জানানো হয় হোটেল বদলের কথা। আর সারাদিন ধরেই গুঞ্জন ছিল পারিশ্রমিক না পেলে মাঠে নামবেন না খেলোয়াড়রা।

এর আগে একাধিকবার পারিশ্রমিক পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও রাখেনি রাজশাহী। এরসঙ্গে ১২ দিনের দৈনিক ভাতাও (ডিএ)  দেওয়া হয়নি বলেও অভিযোগ ছিল। বারবার তারিখ বদল হয়। তাতেই ক্ষেপে যায় খেলোয়াড়রা। অথচ কদিন আগেই ২৫ শতাংশ পারিশ্রমিক শোধ প্রতিশ্রুতি ঘটা করেই দিয়েছিল তারা। যে কারণে চট্টগ্রাম পর্বে অনুশীলন বর্জন করেছিলেন তারা।

রাজশাহী একাদশ:

তাসকিন আহমেদ (অধিনায়ক), এনামুল হক বিজয়, এসএম মেহেরব হোসেন, জিশান আলম, ইয়াসির আলী, আকবর আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, মোহর শেখ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় এবং মিজানুর রহমান।  

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Bangladesh’s forex reserves cross $25b again

However, as per BB’s calculation, the figure stands at $30.07 billion

2h ago