আফগানিস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে ইতিহাসে ওমরজাই

Azmatullah Omarzai

অফগানিস্তানের অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই ইতিহাস রচনা করেছেন, তার দেশের প্রথম খেলোয়াড় হিসেবে পুরুষদের ওয়ানডেতে আইসিসির বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

সোমবার আইসিসি ২০২৪ সালে পুরুষদের ক্রিকেটে ওয়ানডেতে ওমরজাইকে সেরা হিসেবে ঘোষণা দেয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি লিখেছে, 'অফগানিস্তানের অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই ২০২৩ সালের চমৎকার পারফরম্যান্সের ধারাবাহিকতায় ২০২৪ সালে ওয়ানডে অন্যতম শীর্ষ আন্তর্জাতিক পারফর্মার হয়ে ওঠেন। তার ডানহাতি পেস বোলিং এবং আগ্রাসী ব্যাটিং  অফগানিস্তান দলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করেছে।'

'তিনি ২০২৪ সালে তার জাতীয় দলের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার (রহমানুল্লাহ গুরবাজের পরে) এবং দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী (এ গাজানফারের পরে) হিসাবে বছরটি শেষ করেন, অফগানিস্তান ২০২৪ সালে তাদের পাঁচটি ওয়ানডে সিরিজের মধ্যে চারটিতেই জিতেছে।'

'তার ব্যক্তিগত সাফল্য বছরের শুরুতে শ্রীলঙ্কায় অ্যাওয়ে সিরিজ জেতাতে না পারলেও তিনি এরপর দলের টানা চারটি ওয়ানডে সিরিজ জয়ের কেন্দ্রবিন্দু ছিলেন। কারণ তার দল আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং জিম্বাবুয়ে'র বিরুদ্ধে জয়ী হয়।'

ওমরজাই ২০২৪ সালে ১৪টি ওয়ানডে খেলেছেন, ৪১৭ রান তুলেছেন এবং ১৭টি উইকেট পেয়েছেন। অফগান অলরাউন্ডার সারা বছর ব্যাট এবং বল দিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন, তার ব্যাটিং গড় ৫২.১২ এবং বোলিং গড় ২০.৪৭।

বছরের শুরুতে প্রথম ওয়ানডেতেই তিনি শ্রীলঙ্কার বিপক্ষে দলের বিপর্যয়ে  অসাধারণ পাল্টা আক্রমণে অপরাজিত ১৪৯ রান করেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৫০ বলে ৮৬ রানের ধ্বংসাত্মক ইনিংসটিও আরেকটি স্মরণীয় পারফরম্যান্স ছিল।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে তিনি বল হাতে ৩৭ রানে পান ৪ উইকেট। এরপর ৭৭ বলে অপরাজিত ৭০ রান করে অফগানিস্তানের জয় নিশ্চিত করেন।

Comments

The Daily Star  | English
gold price hike in Bangladesh

Why gold costs more in Bangladesh than in India, Dubai

According to market data, gold now sells for $1,414 per bhori in Bangladesh, compared to $1,189 in India, $1,137 in Dubai

3h ago