বিপিএল ২০২৫

‘কারও যদি টাকা থাকে সে দল নেবে, না থাকলে নেবে না’

Dawid Malan

ফরচুন বরিশাল-খুলনা টাইগার্স ম্যাচের তখন শেষ পর্যায়। বাউন্ডারি লাইনের বাইরে উপস্থিত পরের ম্যাচের দল দুর্বার রাজশাহী। দলটির দিকে সবারই উৎসুক দৃষ্টি। আগেরদিন টাকা না পাওয়ায় মাঠে আসেননি বিদেশি ক্রিকেটাররা।  বিপিএলের ইতিহাসে কেলেঙ্কারির জন্ম দিয়ে নিয়ম ভঙ্গ করে পরে খেলানো হয় কেবল দেশিদের। শেষ ম্যাচে বিদেশিদের নিয়েই মাঠে আসে দলটি। তবে টুর্নামেন্টের গায়ে কলঙ্ক তো লেগেই গেছে। নিজেরা আক্রান্ত না হলেও এই বিষয়টিকে হতাশাজনক বললেন বরিশালের দাবিদ মালান ও খুলনার উইলিয়াম বোসিস্ট।

বিপিএলে এবার পারিশ্রমিক না দেওয়া নিয়ে বের হয় একের পর এক খবর। চট্টগ্রাম পর্বে পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেন রাজশাহীর খেলোয়াড়রা। সাময়িক সমাধানের পর ফের দেখা দেয় সমস্যা। বিদেশি একজন ক্রিকেটার জানান তিনি পাননি এক টাকাও।

উপায় না দেখে রংপুর রাইডার্সের বিপক্ষে রোববার মাঠে না আসার সিদ্ধান্ত নেন বিদেশিরা। চরম বিব্রতকর অবস্থায় পড়ে বিসিবি। টুর্নামেন্টে সর্বনিম্ন দুজন বিদেশি খেলানোর নিয়ম থাকলেও রাজশাহীকে বিশেষ ছাড় দেওয়া হয়।

জানা গেছে, এখনো পেমেন্ট ইস্যু বহাল আছে দলটির। তবে বিসিবি প্রতিশ্রুতি দেওয়ায় ক্রিকেটাররা খেলতে রাজী হয়েছেন। এই দলের ক্রিকেটাররা পারিশ্রমিক ছাড়াও দৈনিক ভাতাও পাননি। পারিশ্রমিক না দেওয়ায় নেতিবাচক খবরে আসে চিটাগাং কিংসও। দলের মালিক সামির কাদের চৌধুরী অকপটে স্বীকার করেন পারভেজ হোসেন ইমনকে কোন টাকা দেননি তারা।

খুলনার হয়ে বিপিএল খেলতে আসা অস্ট্রেলিয়ান ক্রিকেটার বোসিস্টোর এমন অভিজ্ঞতা হয়নি। তবে পুরো বিষয়টাকে হতাশাজনক বললেন তিনি,  'হ্যাঁ। চুক্তি অনুযায়ী আমি পেয়েছি। অন্য দলে যে সমস্যা হচ্ছে তা আসলে হতাশার। তবে আমাদের দলে সব ঠিকঠাক আছে।'

'খেলোয়াড় হিসেবে আপনার দায়িত্ব পারফর্ম করা, নিজেকে প্রস্তুত করে শতভাগ দেওয়া। দলের মালিক হিসেবে আরেকজনের দায়িত্ব চুক্তিতে থেকে কাজ করা। এটা হচ্ছে না ব্যাপারটা হতাশার। তবে খুলনা এখানে দারুণ ছিল।'

এদিন খুলনাকে হারাতে ৩৭ বলে ৬৩ রানের ইনিংস খেলেন মালান। তার মতে মৌলিক এই বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত,  'আমি আসলে নিজের দল নিয়ে মন্তব্য করতে পারি। এই দলটা দারুণ। টুর্নামেন্ট যেটাই হোক না কেন,  মৌলিক বিষয়গুলো ঠিক রাখতে হবে। আমাদের কাজ হচ্ছে খেলা এবং তাদেরও কাজ হচ্ছে আমাদের টাকা দেওয়া। এ কারণে এত লিগ। আশা করি সামনে এমন হবে না। এটা সহজ কাজ। কারও যদি টাকা থাকে সে দল নেবে, না থাকলে দল নেবে না, সহজ ব্যাপার। এমনই হওয়া উচিত। আমাদের বিদেশিদের নিয়েও কোনো সমস্যা নেই, এখনও পর্যন্ত। আশা করি সামনেও হবে না।' 

Comments

The Daily Star  | English

Aid allocation to be trimmed in next budget

The plan comes as $42.85b foreign funds remained unused at start of current FY

15h ago