বরিশালের বেঞ্চের খেলোয়াড়ও অন্য দলের চেয়ে ভালো, বললেন তাইজুল

বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত অনেক তারকাদের নিয়ে দল গড়েছে ফরচুন বরিশাল। স্বাভাবিকভাবেই তাদের অনেকেই সুযোগ পাচ্ছেন না ম্যাচে। অবস্থা এমনই যে বেঞ্চে থাকা খেলোয়াড়দের নিয়ে অন্য দলগুলো বেশ শক্তিশালী দল গড়তে পারবেন বলেই মনে করেন স্পিনার তাইজুল ইসলাম।

বরিশালের দলে এবার জাতীয় দলের স্পিনারই রয়েছেন চার জন। অভিজ্ঞ তাইজুলের সঙ্গে নাঈম ইসলাম, রিশাদ হোসেন ও তানভির ইসলাম। যারা সবাই জাতীয় দলে বিভিন্ন সংস্করণে খেলছেন। এতো স্পিনারের মাঝে সুযোগ মিলছে না তাইজুলের। ম্যাচ খেলেছেন কেবল একটি।

তবে সুযোগ না পেলেও কোনো অভিযোগ নেই তাইজুলের, 'আমি ম্যাচ খেলিনি। না খেলাটাই স্বাভাবিক। আপনারা দেখবেন, রিশাদ বা তানভির, ওরা এখন বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করছে টি-টোয়েন্টি সংস্করণে। এখানে প্রশ্নই আসে না যে, আমি অনেক ম্যাচ খেলব। এটাই স্বাভাবিক ও মেনে নিতে হবে। আমাদের দল ভালো খেলছে, এটাই গুরুত্বপূর্ণ।'

স্পিনার হিসেবে বরিশালের হয়ে নিয়মিত খেলছেন তানভির। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে গত তিন আসরে ৪৬ উইকেট নেওয়া এই স্পিনার এবার এরমধ্যেই ১১ ম্যাচের ১০টিতে খেলে নিয়েছেন ১০টি উইকেট। জাতীয় দলের আরেক স্পিনার রিশাদ আট ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৬টি। তবে অভিজ্ঞ নাঈম এখনও সুযোগ পাননি।

অভিজ্ঞতার দৃষ্টিতে এগিয়ে থাকলেও পরিস্থিতির দাবী মেটাতেই সুযোগ মিলছে না তাইজুলের। বিষয়টি মেনেও নিয়েছেন এই স্পিনার, 'অভিজ্ঞতার কিছু নেই। আগেও খেলেছি, বিপিএল নিয়ে অনেক অভিজ্ঞতা আমার আছে। পরিস্থিতি বুঝতে হবে যে, আমাদের দলটা কেমন বা দলে কেমন ক্রিকেটার আছে।'

'এর ফরম্যাটে আমাদের জাতীয় দলে যে দুজন খেলে, তানভির আর রিশাদ, ওরা খেলছে এখানে। ওদেরকে এখানে খেলাবেন না, তা তো হয় না। তারা যথেষ্ট ভালো পারফর্ম করছে। তারা যদি একবারে পারফর্ম না করত, তাহলে আমার সুযোগ আসত,' যোগ করেন তাইজুল।

এদিকে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্তও নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না। প্রথম ছয় ম্যাচের পাঁচটিতে খেলেছেন। একটি ম্যাচ ছাড়া ভালো কিছু করতে না পারায় আর সুযোগ মিলছে তার।

নিজেদের বেঞ্চের শক্তির কথা তুলে তাইজুল আরও বললেন, 'আমাদের দলটা তো দেখতে হবে। অন্য দলগুলি দেখেন, আমাদেরটা দেখেন যে, আমাদের দলের বেঞ্চে কারা কারা বসে আছে। তাদেরকে দিয়ে অন্য দলের চেয়ে হয়তো ভালো দল করা যাবে, আমার কাছে মনে হয়।'

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

3h ago