এখন বরিশালকেও ভয় পাচ্ছে না খুলনা!

এমনিতেই তারকাবহুল দল, তার উপর শেষ দিনে আরও তিনজন বৈশ্বিক তারকাকে এনে শক্তি বাড়ায় রংপুর রাইডার্স। কিন্তু সেই দলটিকেই কি-না স্রেফ উড়িয়ে দিলো খুলনা টাইগার্স। তাতে আত্মবিশ্বাস এতোই বেড়েছে টেবিল টপার ফরচুন বরিশালকে ভয় পাচ্ছে না তারা। অথচ তাদের বিপক্ষে গ্রুপ পর্বে দুইবারই হেরেছে খুলনা।

সোমবার বিপিএলের এলিমিনেটর রাউন্ডের ম্যাচে রংপুরকে ৫৮ বল হাতে রেখে ৯ উইকেটের জয় তুলে নেয় খুলনা। এ জয়ের মূলনায়ক ছিলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই ধস নামান রংপুরের ব্যাটিং লাইনআপে। তাকে অবশ্য দারুণ সহায়তা করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন নাসুম। সেখানেই তাকে প্রশ্ন করা হয় দ্বিতীয় কোয়ালিফায়রে কাদের প্রত্যাশা করছেন। উত্তরে এই স্পিনার বললেন, 'যেই আসুক টি-টোয়েন্টিতে সবাই সমান।'

শুরুতে দলটির লক্ষ্য শেষ চার ছিল বলে জানান নাসুম। সে লক্ষ্য পূরণ করে এবার আরও এগিয়ে যেতে চান তারা। এই স্পিনারের ভাষায়, 'দুই ম্যাচ আগে থেকেই নক আউট খেলছি। সব দলই চায় সেমি, ফাইনাল খেলা। আমাদের প্রথম লক্ষ্য ছিল সেরা চার। আজকে প্রথম ম্যাচ জিতেছি। পরের ম্যাচও জেতার চেষ্টা করব। এই বিশ্বাসটা নিয়েই আমরা গত তিন মাস খেলে যাচ্ছি।'

আর উদ্দেশ্য পূরণে স্থানীয়দের এগিয়ে আসতে হবে বলে মনে করেন নাসুম, 'অবশ্যই আমাদের লোকাল যারা আছে সবাই আলহামদুলিল্লাহ। বিশেষ করে ব্যাটাররা খুবই ভালো ব্যাটিং করছে। বেঞ্চের সবাইও বেশ সামর্থ্যবান। টিম কম্বিনেশনের জন্য খেলাতে পারছি না। আমাদের টিম বন্ডিং খুব ভালো। খেলি না খেলি সবাই এক আছি আরকি।'

Comments

The Daily Star  | English

Pope Francis dies at 88

He had recently survived a serious bout of double pneumonia.

26m ago