হুট করে নকআউট পর্বে বিদেশি আসা আদর্শ নয়, বললেন আশরাফুল

রোববার মধ্যরাত পর্যন্ত দুবাইতে আইএল টি-টোয়েন্টির ম্যাচ খেলেছেন আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডার। সোমবার বিকেলে এ দুই ক্যারিবিয়ান খেললেন বিপিএলে। এছাড়াও একই দিনে আসেন জেমস ভিন্স, টিম ডেভিড ও সিমরান হেটমায়ারের মতো খেলোয়াড়। স্বাভাবিকভাবেই এদের কেউ জ্বলে উঠতে পারেননি। আর হুট করে খেলোয়াড়দের নকআউট পর্বে আনাকে আদর্শ উদাহরণ বলে মনে করেন না রংপুর রাইডার্সের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন বিপিএলের এলিমিনেটর রাউন্ডের ম্যাচে খুলনা টাইগার্সের কাছে পাত্তাই পায়নি রংপুর। তিন বিদেশি খেলোয়াড়কে যুক্ত করে উল্টো আরও বিব্রতকর পরিস্থিতিতে পড়ে তারা। মাত্র ৮৫ রানে গুটিয়ে যায় দলটি। বিপিএলের এলিমিনেটর রাউন্ডে যা সর্বনিম্ন রানের রেকর্ড। আর এই লক্ষ্য নয় উইকেট ৫৮ বল হাতে রেখেই পারি দেয় খুলনা।

পৃথিবীর অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলোয়াড়দের এতো পরিবর্তন দেখা যায়না যতটা দেখা যায় বিপিএলে। ইংল্যান্ডের উদাহরণ টেনে তাই আশরাফুল বললেন, 'ইংল্যান্ডে যেটা হয়, বিদেশি ক্রিকেটাররা লিগ পর্বে তিনটা ম্যাচ খেললে তারপর নকআউট পর্বে খেলার অনুমতি দেয়। আমাদের বিপিএলে এই ধরনের কোনো নিয়ম নেই। খেলার দিন সকালে নিয়ে এলেও খেলতে পারে। এটা তো অবশ্যই আদর্শ নয়।'

তবে এক দিনের কম সময়ে ভ্রমণ ক্লান্তি এড়িয়ে বিদেশিদের মানিয়ে নেওয়ায় সমস্যা দেখছেন না তিনি,  'রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট বড় তারকা ও কোয়ালিটি ক্রিকেটার আনার চেষ্টা করেছে। আমার মনে হয় না (মানিয়ে নেওয়া কঠিন)। তারা যেহেতু বিজনেস ক্লাসে এসেছে, ওই সমস্যাটা হওয়ার কথা না। আবহাওয়ায়ও ভিন্ন নয়। দুবাইয়ে তারা একইরকম আবহাওয়াতেই ছিল। হয়তো বা তারা রাতে খেলে এসেছে, এটা একটা (সমস্যা) হইতে পারে। তবে তারা পেশাদার ক্রিকেটার। ওই জায়গা থেকে মনে হয় না অতটা সমস্যা ছিল।'

গত আসরেও বিদেশি খেলোয়াড়দের অতি পরিবর্তন দলটিকে ভুগিয়েছে বলে জানান আশরাফুল, 'আমাদের কিন্তু গত বছর এই জিনিসটাই হয়েছিল। প্রচুর বিদেশি ক্রিকেটার তারা দুই ম্যাচ পরপর পরিবর্তন করেছে। এবার প্লেয়ার্স ড্রাফটে আমাদের পরিকল্পনা ছিল, যারাই খেলবে তারা যেন সর্বোচ্চসংখ্যক ম্যাচ খেলতে পারে। খুশদিল শাহ, আকিফ জাভেদ, ইফতিখার আহমেদ কিন্তু সবগুলো ম্যাচ খেলেছে।'

'মাঝপথে জাতীয় দলে সুযোগ পাওয়ায় খুশদিলের চলে যেতে হয়েছে। আমাদের শুরু থেকে স্টিভেন টেলরও ছিল। তবে জিএসএলে যেভাবে খেলেছে এখানে সেটা পারেনি। সেই কারণেই ম্যানেজমেন্ট চেষ্টা করেছে বড় নামগুলো আনার। এটা তো অবশ্যই আদর্শ নয়। দলের সঙ্গে যদি অন্তত ২-৩ দিন না থাকে তাহলে তো দলের সদস্যদের চেনাও কঠিন হয়ে যায়,' যোগ করেন আশরাফুল।

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

3h ago