হঠাৎ অবসরে স্টয়নিস, চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে বিপাকে অস্ট্রেলিয়া

Marcus Stoinis

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে মিচেল মার্শ ইনজুরিতে ছিটকে গেছেন, ছিটকে যাওয়ার পথে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। এবার আরেকটি ধাক্কা খেল অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা মার্কাস স্টয়নিস আচমকা ওয়ানডে থেকে অবসর নিয়ে ফেলেছেন।

স্টয়নিসকে এই মাসে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ওডিআই টুর্নামেন্টের জন্য অস্ট্রেলিয়ার প্রাথমিক ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু নিজেকে সরিয়ে নেওয়ায় এখন তার বিকল্প খুঁজতে হবে।

৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার বর্তমানে দক্ষিণ আফ্রিকান টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় ডারবানের সুপার জায়ান্টসের হয়ে খেলছেন, যেখানে সম্প্রতি বোলিং করার সময় তিনি হালকা হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

ওয়ানডে থেকে সরে যাওয়ার কারণ হিসেবে টি-টোয়েন্টি ক্যারিয়ার লম্বা করার কথা জানান স্টয়নিস, 'অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেট খেলা একটি অবিশ্বাস্য যাত্রা ছিল। সবুজ ও সোনালী জার্সিতে আমি প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ। সর্বোচ্চ পর্যায়ে আমার দেশের প্রতিনিধিত্ব করা এমন কিছু যা আমি সর্বদা লালন করব।'

'এটি সহজ সিদ্ধান্ত ছিল না, তবে আমি বিশ্বাস করি ওডিআই থেকে সরে দাঁড়ানো এবং আমার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের উপর সম্পূর্ণ মনোযোগ দেওয়ার এটাই সঠিক সময়।'

নিজের অবসরের কথা আগেই কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে জানিয়েছেন বলেন জানান স্টয়নিস, 'তার সঙ্গে আমার চমৎকার সম্পর্ক রয়েছে এবং আমি তার সমর্থনের জন্য অত্যন্ত কৃতজ্ঞ।'

১২ ফেব্রুয়ারি আইসিসির কোন অনুমতি ছাড়া স্কোয়াডে বদল আনতে পারবে অস্ট্রেলিয়া। তাদের স্কোয়াডে অন্তত চারটি বদল এখন নিশ্চিত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 'বি' গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে খেলবে ক্রিকেট ইতিহাসের সফলতম দল।

Comments

The Daily Star  | English
Bangladesh rubber imports rise 33 percent FY25

Rubber imports rose 33% last fiscal year

Import reliance grows as domestic rubber supply chain faces disruption

14h ago