২১ বছরেই ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন যুব বিশ্বকাপজয়ী প্রান্তিক

Prantik Nawrose Nabil

২০২০ সালে বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ী স্কোয়াডে ছিলেন বাঁহাতি ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল। সতীর্থরা যেভাবে এগিয়ে গেছেন, তার অগ্রগতি সেভাবে হয়নি। তবু ঘরোয়া ক্রিকেট নিয়মিত খেলতেন তিনি, সম্ভাবনা তার ভেতরে ছিলো। কিন্তু ক্রিকেটের সঙ্গে পথচলা ২১ বছর বয়েসেই থামিয়ে দিলেন তিনি।

দ্য ডেইলি স্টারকে এই বাঁহাতি ব্যাটার জানিয়েছেন, ব্যক্তিগত সমস্যার কারণে খেলা ছেড়ে দিচ্ছেন তিনি।  খেলা ছেড়ে আপাতত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে নিজের পড়াশোনায় মন দিতে চান।

তিনি বলেন, 'এটা ঠিক যে আমি ক্রিকেট ছেড়ে দিয়েছি, অবসরের সিদ্ধান্ত নিয়েছি।' ব্যক্তিগত কারণটা প্রকাশ করতে না চাইলেও জানা গেছে স্বাস্থ্যগত কারণে এই সিদ্ধান্ত তার। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ক্রিকেট ছাড়ার বিশদ কারণ জানাবেন এই তারকা।

যুব বিশ্বকাপে কোন ম্যাচ না খেললেও সেই আসরে তার একটি সাক্ষাতকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ২০২২ সালের যুব বিশ্বকাপেও খেলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজে সেই আসরে ৬ ম্যাচে করেছিলেন ৮৪ রান।

খুলনার হয়ে ওই বছর প্রথম শ্রেণীতে অভিষেক হয় প্রান্তিকের। ৭টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৩০৫ রান, ও লিস্ট-এ সংস্করণে ২৮ ম্যাচ খেলে করেছেন ৬৩৩ রান। গত ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে শেখ জামালের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছেন তিনি।

Comments

The Daily Star  | English

Govt dissolves NBR as per IMF proposal

An ordinance published last night disbands NBR and creates two new divisions

3h ago