চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তর ডেপুটি মিরাজ

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে আর পাঁচ দিন বাকি। এর আগে বাংলাদেশ দলের সহ-অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে নাজমুল হোসেন শান্তর ডেপুটি হিসেবে তার দীর্ঘ দিনের সতীর্থ মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করে সংস্থাটি।
২৭ বছর বয়সী অলরাউন্ডার মিরাজ এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১০৩টি ওয়ানডে খেলেছেন। এবং সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে শান্তর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার।
এছাড়া ঘোষিত স্কোয়াডের ১৫ ক্রিকেটার এবং কোচিং স্টাফদের বাইরে বাড়তি দুইজন পেসার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিপিএলে দারুণ বোলিং করা হাসান মাহমুদ এবং খালেদ আহমেদ দলের সঙ্গে ভ্রমণ করবেন। আগামী শনিবার দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন, যেখানে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের সঙ্গে অনুশীলন করবে।
আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স লিগের আসর। এই ম্যাচের পর দেশে ফিরে আসবেন দুই পেসার হাসান ও খালেদ। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে অংশ নিতে আজ রাতেই রওনা দেবে শান্তর দল।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।
Comments