আকমলের সেরা চারে নেই পাকিস্তান

২৯ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারও আইসিসির কোনো ইভেন্ট গড়াচ্ছে পাকিস্তানের মাটিতে। যদিও আসরের একাংশ হবে সংযুক্ত আরব আমিরাতে। আর বর্তমান চ্যাম্পিয়নও তারা। স্বাভাবিকভাবেই সম্ভাব্য শিরোপার দাবীদার দলটি। কিন্তু পাকিস্তানকে সেমি-ফাইনালেই দেখছেন না দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকমল।
আগামীকাল বুধবার থেকে মাঠে গড়াচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। প্রথম দিনেই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিকরা। এই ম্যাচে পাকিস্তান জিতলেও আসরে তাদের সম্ভাবনা নেই বলে মনে করেন আকমল। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে দেখছেন সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে।
আসর শুরুর ঠিক আগে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের সঙ্গে আলোচনায় আকমল স্পষ্ট করেই জানান যে, পাকিস্তান সেমিফাইনালে উঠতে পারলেই হবে তা দলটির অনন্য অর্জন। মূলত দলটির ধারাবাহিকতার বিস্তর অভাব রয়েছে বলে মনে করছেন তিনি। একই সঙ্গে দল নির্বাচন নিয়ে মোটেও খুশি নন এই সাবেক পাক ক্রিকেটার।
পাকিস্তানের সম্ভাবনা নিয়ে আকমল বলেন, 'পাকিস্তানের দলটা এমন, চললে চাঁদে পৌঁছে যাবে। না চললে দৌড় সন্ধ্যা পর্যন্ত। আমাদের দলে বিস্তর ফাঁক-ফোকর রয়েছে। বোলিং বিভাগে অনেক সমস্যা রয়েছে। দলে স্পিনার নেই বললেই চলে। ওপেনাররা ফর্মে নেই। আমি জানি না এমন দল বাছার পিছনে অধিনায়ক ও নির্বাচকদের কী ভাবনা ছিল?'
মূলত পাকিস্তানের স্কোয়াডই পছন্দ হয়নি আকমলের। পক্ষান্তরে অন্য দলগুলোকে অনেক বেশি ভারসাম্যপূর্ণ মনে করছেন তিনি, 'আমাদের চেয়ারম্যানও এমন একটি দলকেই অনুমোদন দিয়ে দিল! দেখা যাক কেমন খেলে। অন্যান্য দলগুলোকে অনেক ব্যালান্সড দেখাচ্ছে।'
'আমাদের (পাকিস্তানের) আরও ভালো দল বেছে নেওয়া উচিত ছিল। আমার মনে হয় ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠবে। অস্ট্রেলিয়াকে হিসাবে রাখা মুশকিল। কেননা চোটের জন্য ওদের সেরা ৫ জন ক্রিকেটার নেই,' সম্ভাব্য সেমি-ফাইনালের লাইনআপ জানিয়ে বলেন আকমল।
ভারতকে ফেভারিট বেছে আরও বলেন, 'ভারতকে স্পষ্টতই ফেভারিট। ওরা ফাইনালে যাওয়ার যোগ্য দাবিদার। তবে পাকিস্তানের উপর বাজি ধরতে পারব না। ওরা যদি সেমিফাইনালেও উঠতে পারে, তাহলেও বলব যে অসাধারণ খেলেছে। পাকিস্তান যদি নিউজিল্যান্ড বা ভারতের মধ্যে কোনও এক দলকে হারিয়ে দেয় এবং তার পরেও সেমিফাইনালে উঠতে নাও পারে। অবশ্য সেক্ষেত্রে ওরা সেমিফাইনালে উঠেছিল বলে আমি ধরে নেব। কেননা আমাদের কম্বিনেশনের এমনই হাল।'
Comments