কেমন হতে পারে বাংলাদেশ-ভারতের একাদশ?

পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে করাচীতে আগের দিনই শুরু হয়ে গেছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তবে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ। শুরুতেই কঠিন প্রতিপক্ষ ভারত। যদিও দলটির বিপক্ষে শেষ পাঁচ ওয়ানডের তিনটিতেই জিতেছে। সেই ধারাবাহিকতায় আরও একটি জয়ের লক্ষ্যে টাইগার প্রতিনিধিরা।

সাম্প্রতিক সময়ের ভারত-পাকিস্তানের ম্যাচের মতো ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়েও দর্শকদের মধ্যে বিরাজ করে বাড়তি উম্মাদনা। এরমধ্যেই শুরু হয়ে গেছে কথার লড়াই। উত্তেজনা টের পেতে শুরু করেছেন সমর্থকরা। এর আগে দেখে নেওয়া যাক কোন দলের একাদশ কেমন হতে পারে।

এবারের স্কোয়াডে নেই দুই অভিজ্ঞ তারকা সাকিব আল হাসান ও লিটন দাস। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেন করতে পারেন সদ্যই চোট কাটিয়ে ফেরা সৌম্য সরকার। তিনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিদল অর্ডারে তরুণ তাওহিদ হৃদয়ের সঙ্গে দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।

দুবাইয়ের উইকেটের কথা মাথায় রেখে একাদশে রাখা হতে পারে দুই স্পিনার - মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। ব্যাট চালাতেও সাবলীল তারা। পেসার থাকতে পারেন তিনজন। যেখানে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে এগিয়ে আছেন গতি তারকা নাহিদ রানা।

অন্যদিকে দুবাইয়ের উইকেটে নিজ দলের একাদশ কেমন হবে তার কিছুটা ধারণা দিয়ে গেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। স্পিনারদের আধিক্য থাকবে তাদের একাদশে। রবিন্দ্র জাদেজা ও কুলদিপ যাদবের থাকা অনেকটাই নিশ্চিত। তাদের সঙ্গে ওয়াশিংটন সুন্দর এবং আকসার প্যাটেলের থাকার আভাস পাওয়া গেছে। পেস আক্রমণে মোহাম্মদ শামি আর আর্শদিপ সিংয়ের সঙ্গে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও থাকছেন একাদশে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মোস্তাফিজুর রহমান।

ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, কুলদিপ যাদব, মোহাম্মদ শামি এবং আর্শদিপ সিং।

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

36m ago