'রাওয়ালপিন্ডির স্মৃতি' প্রেরণা টাইগারদের

এইতো গত বছরই রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সেই স্মৃতি এখনও তরতাজা। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সেই মাঠেই খেলতে নামবে টাইগাররা। সংস্করণ ভিন্ন হলেও সেই স্মৃতি তাদের দারুণ উজ্জীবিত করবে বলে মনে করেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।
রোববার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে উঠে আসে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার কথা। সেই স্মৃতি আত্মবিশ্বাস দিবে কি-না জানতে চাইলে এই ক্যারিবিয়ান কোচ বললেন, 'আমি আশা করি দেবে। কারণ পাকিস্তানে এসে তাদেরকে হারানো সহজ কাজ নয়। সেই জয় দলকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে। তাই আমি আশা করি এটি আমাদের মানসিকতায় ইতিবাচক প্রভাব ফেলবে।'
তবে দ্বিপাক্ষিক সিরিজ আর বৈশ্বিক আসরের পার্থক্যটাও তুলে ধরলেন সিমন্স, 'অবশ্যই, সিরিজের সঙ্গে টুর্নামেন্টের তুলনা করা যায় না। কিছু দল টুর্নামেন্ট ক্রিকেটে ভিন্নভাবে পারফর্ম করে। তাই আমরা অতীত সিরিজের পারফরম্যান্সের দিকে তাকানোর বদলে প্রতিপক্ষের বর্তমান পারফরম্যান্স ও পরিকল্পনার ওপর ফোকাস করছি।'
আইসিসির সীমিত ওভারের টুর্নামেন্টে বড় সাফল্য না থাকলেও ধারাবাহিকভাবেই ভালো খেলে নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় আসরের চ্যাম্পিয়নও তারা। এবারও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয়ে আসর শুরু করেছে দলটি। অন্যদিকে বড় হারে শুরু বাংলাদেশের। তাই ম্যাচে কিছুটা হলেও চাপে থাকবে টাইগাররা।
চাপ নিয়েই ভালো খেলার প্রত্যয় দেখান এই কোচ, 'ঠিক আছে, এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই চাপের ম্যাচ। এটি বিশ্বের সেরা আট দলের মধ্যে প্রতিযোগিতা, তাই প্রত্যেকটি ম্যাচ কঠিন হবে, সেটাই স্বাভাবিক। হ্যাঁ, ওরা ভালো খেলছে, তবে আগামীকাল নতুন দিন। আমরা চেষ্টা করব যাতে তারা আগের মতো ভালো খেলতে না পারে।'
টুর্নামেন্টে টিকে থাকতে হলে নিউজিল্যান্ডকে হারানোর কোনো বিকল্প নেই বাংলাদেশের। এরজন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন বলেই জানান সিমন্স, 'এটুকুই আমাদের সুযোগ, এবং আমরা সেটাই কাজে লাগাচ্ছি। গতকাল ভালো অনুশীলন হয়েছে। আইসিসির গ্রাউন্ডের সুবিধাগুলো দারুণ। আজ এখানে আরেকটি ভালো সেশন করব, এরপর আগামীকাল প্রস্তুত থাকব।'
তবে একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রোববারের অনুশীলন শেষে। সিমন্সের ভাষায়, 'আমরা অনেক কিছু ভাবছি। প্রথমত, মাহমুদউল্লাহ ফিট কি না, সেটি নিশ্চিত করতে হবে। তারপর দলকে ভারসাম্যপূর্ণ করতে পারব। আজকের অনুশীলন শেষে আমরা উইকেট ও অন্যান্য বিষয় পর্যালোচনা করব, এরপর রাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।'
Comments