পাকিস্তানের টিম ম্যানেজমেন্টকে তুলোধুনো করলেন শোয়েব আখতার

ভারতের বিপক্ষে হেরে প্রায় বিদায় ঘণ্টা বেজে গেছে পাকিস্তানের। নাটকীয় কিছু না ঘটলে ঘরের মাঠে দর্শক হয়ে থাকতে হবে তাদের। এমন পরাজয়ের পর দলীয় ম্যানেজমেন্টের ওপর ক্ষোভ ঝেড়েছেন কিংবদন্তি পাকিস্তানি গতিতারকা শোয়েব আখতার।
রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হওয়া ম্যাচের পর সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি পাকিস্তানের 'অদূরদর্শী ম্যানেজমেন্ট'কেই দায়ী করেছেন দলের হতশ্রী পারফরম্যান্সের জন্য। ম্যাচ হারবেন তা আগে থেকেই জানতেন বলেন আখতার। পাকিস্তানের পরিকল্পনাহীন দল নির্বাচনকেও কাঠগড়ায় তুলেছেন তিনি।
টুইটার খ্যাত সামাজিক মাধ্যম এক্সে আখতার বলেছেন, 'আমি ভারতের বিপক্ষে হারের জন্য একটুও হতাশ নই, কারণ আমি জানতাম এমনটাই হবে। পাঁচজন বোলার নিয়ে খেলা যায় না, গোটা বিশ্ব এখন ছয়জন বোলার নিয়ে খেলছে। আপনারা দুইজন অলরাউন্ডার নিয়েছেন, কিন্তু এটি পুরোপুরি মগজহীন ও দিকহীন ম্যানেজমেন্ট। আমি সত্যিই হতাশ।'
'আমরা খেলোয়াড়দের দোষ দিতে পারি না; দল যেমন, খেলোয়াড়েরাও তেমনই! তারা জানেই না কী করতে হবে। ইচ্ছাশক্তি একটা বিষয়, কিন্তু দক্ষতাই আসল। রোহিত, বিরাট, শুবমানদের মতো স্কিলসেট নেই ওদের। খেলোয়াড়রা কিছু বোঝে না, ম্যানেজমেন্টও বোঝে না। কোনো দিকনির্দেশনা ছাড়াই দল খেলতে নেমেছে। কেউ জানেই না তাদের করণীয় কী,' যোগ করেন সাবেক এই পেসার।
পাকিস্তানের এই হারের পরও ভারতের জয়ের নায়ক বিরাট কোহলির প্রশংসা করতেও ভুলেননি শোয়েব, 'যদি কোহলিকে বলেন যে তাকে পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে, সে নিশ্চিতভাবেই সেঞ্চুরি করবে।'
এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাওয়ার পথে পাকিস্তান এখন পুরোপুরি নিউজিল্যান্ডের ওপর নির্ভরশীল। যদি নিউজিল্যান্ড আজ বাংলাদেশের বিপক্ষে জিতে যায়, তাহলে নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের বিদায়।
Comments