নিয়ম রক্ষার ম্যাচটিও গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য

এক দল বর্তমান চ্যাম্পিয়ন। আরেক দল গিয়েছিল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। দুটি দলই ছিটকে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে। এখন ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার। কিন্তু তারপরও এই ম্যাচটি গুরুত্বপূর্ণ মনে করছেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ম্যাচটি বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে বলে মনে করেন তিনি।
রাওয়ালপিন্ডিতে আজ নিজেদের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচ জিতে আসরে কিছু পাওয়ার সুযোগ না থাকলেও জিততে মরিয়া দুই দলই। মূলত হারের বৃত্ত থেকে বের হতে চাইছে দলটি। একই সঙ্গে তলানিতে না থাকার লড়াইও।
আগের দিন সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, 'দুটি দলেরই যদি টুর্নামেন্টে ভবিষ্যৎ দেখেন, তাহলে তো কোনো কিছুই পাওয়ার নেই। তবে যেহেতু একটি টুর্নামেন্ট খেলতে এসেছি, শেষ ম্যাচটায় ভালো কিছু করতে পারলে আমাদের জন্য ভালো একটি দিক-নির্দেশনা হবে। গত দুটি ম্যাচে যে জিনিসগুলো আমরা ভুল করেছি, সেগুলো যেন কালকের (বৃহস্পতিবার) না করি।'
ম্যাচটি মোমেন্টাম ফিরে পাওয়ার ম্যাচ হতে পারে জানিয়ে এই কোচ বলেন, 'প্রতিটি ম্যাচেই আসলে উন্নতির জায়গা আছে। যে জায়গাগুলি খুব দ্রুত পূর্ণ করা উচিত। কখন কোন সময়ে আত্মবিশ্বাস পাবেন এবং কখন জীবনের মোমেন্টাম ঘুরে যেতে পারে, এটা কেউ বলতে পারে না। আমি মনে করি, প্রতিটি ম্যাচই প্রতিটি ক্রিকেটারের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকেও অনেকে অনেক কিছু নিয়ে যেতে পারি।'
'প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। টুর্নামেন্ট থেকে আমরা হয়তো বের হয়ে গেছি। তবে এটিই সব কিছু নয়। এই ম্যাচটি হয়তো আমাদের ক্রিকেটের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। ছেলেদের ইচ্ছা নাই বড় হওয়ার, সেটা ভুল বলা হবে। ছেলেরা চেষ্টা করছে। তবে একটা জিনিস আপনাকেও মানতে হবে যে, সবগুলো আসলে একটা সিস্টেমের মধ্যে আসতে হবে। সিস্টেমের মধ্যে এলে হয়তো এই ছেলেগুলি আরও ভালো অবস্থানে থাকবে,' যোগ করেন সালাউদ্দিন।
দুটি ম্যাচেই এক পেশে লড়াইয়ে হেরে যাওয়ায় অনেকেই বাংলাদেশের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। এখানে অবশ্য আপত্তি আছে এই কোচের, 'সামর্থ্য না থাকলে তো আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতাম না। যেহেতু বিশ্বের সেরা ৮টি দল এসেছে, আমাদের সামর্থ্য আছে বলেই এসেছি। এখানে ওয়েস্ট ইন্ডিজ আসতে পারেনি, শ্রীলঙ্কা পারেনি। সামর্থ্য না থাকলে আমরা এখানে আসতাম না।'
'আবার যদি বলেন যে শুধু অংশ নিতেই এসেছি, তাহলে এখানে আসাই উচিত নয়। যেহেতু এখানে এসেছি, একটা স্বপ্ন থাকা উচিত যে কী করতে চাই স্বপ্নই না দেখলে ওই জায়গায় যাবেন কীভাবে! আমি মনে করি, এখানে পারফর্ম করার সামর্থ্য আমাদের আছে। তবে সেটা আমরা দেখাতে পারিনি। এটা আমাদের শুনতেই হবে এবং মেনে নিতেই হবে। তবে আমি আশা করি, আমরা খুব তাড়াতাড়িই পারব,' বলেন সালাউদ্দিন।
Comments