লাইভ আপডেট

বাংলাদেশ-পাকিস্তানের নিয়মরক্ষার ম্যাচ ভাসিয়ে নিল বৃষ্টি

rawalpindi cricket stadium
ছবি: সামসুল আরেফিন/স্টার

বাংলাদেশ-পাকিস্তানের নিয়মরক্ষার ম্যাচ ভাসিয়ে নিল বৃষ্টি

দুই দলই প্রথম দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছে। টুর্নামেন্টের হিসেবে ম্যাচটার গুরুত্ব ছিলো না। তবে নিয়মরক্ষার ম্যাচ হলেও শেষ ম্যাচে ভালো খেলে কিছুটা আত্মবিশ্বাস অর্জনের লক্ষ্য ছিলো দুই দলেরই। চাপমুক্ত থাকায় নির্ভার ক্রিকেটের প্রত্যাশাও হয়তো ছিলো সমর্থকদের। অসময়ের বেরসিক বৃষ্টি তা হতে দিলো না। স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টা)   আর কোন আশা না দেখে আম্পায়াররা আনুষ্ঠানিকভাবে এই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। ম্যাচ পরিত্যক্ত হওয়ার সময় পুরো মাঠে জমে ছিলো পানি, ঝরছিল বৃষ্টি। 

হতাশার আসরে পাকিস্তান ও বাংলাদেশ পেল একটি করে পয়েন্ট। এর আগে প্রতিকূল আবহাওয়ায় রাওয়ালপিন্ডিতে পরিত্যক্ত হয় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচও। 
 

খেলা হওয়ার আশা কি আর আছে?

রাওয়ালপিন্ডিতে আজ নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিলো বাংলাদেশ-পাকিস্তানের। তবে বেরসিক বৃষ্টি ম্যাচটিতে দিয়েছে বাগড়া। বাংলাদেশ সময় বিকেল ৩টায় খেলা শুরুর কথা থাকলেও টসই হতে পারেনি। বিকেল ৪টায় এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির মাত্রা বাড়ছিলো। টানা বৃষ্টিতে মাঠের বিভিন্ন জায়গায় জমে আছে পানি। এই মাঠের ড্রেনেজ সিষ্টেম আধুনিক না হওয়ায় বৃষ্টি থামলেও মাঠ শুকানো খুব কঠিন। এই ম্যাচ নিয়ে তাই আশাবাদী হওয়ার উপায় খুব একটা নেই। 

রাওয়ালপিন্ডিতে এখনো ঝরছে বৃষ্টি, ম্যাচ নিয়ে শঙ্কা 

রাওয়ালপিন্ডির হতাশাজনক আবহাওয়ার কোন বদল হয়নি। বাংলাদেশ সময় বিকেল সোয়া তিনটাতেও সেখানে ঝরছিল ঝিরিঝিরি বৃষ্টি। আকাশেও জমে আছে ঘন কালো মেঘ। এই অবস্থায় খেলা শুরুর কোন আভাসই তৈরি হয়নি। পুরো ম্যাচ নিয়েই তাই জেগেছে শঙ্কা। 

ভেজা মাঠে টস হতে দেরি

টানা দুই ম্যাচ হেরে এরমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। একই অবস্থা পাকিস্তানেরও। দুই দলের ম্যাচটি এখন নিছক আনুষ্ঠানিকতার। তবে এই আনুষ্ঠানিকতার ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি। যদিও এই মুহূর্তে বৃষ্টি নেই। তবে মাঠ খেলার অনুপযোগী থাকায় নির্দিষ্ট সময়ে হয়নি টসও।

বৃহস্পতিবার রাওয়ালপিণ্ডি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি। এর আগে আড়াইটায় হওয়ার কথা ছিল টস। এখনও কভার দিয়ে ঢাকা রয়েছে পিচ।

মেঘলা আবহাওয়ায় বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শুরু নিয়ে শঙ্কা

রাওয়ালপিন্ডিতে বৃষ্টির পূর্বাভাস কিছুটা কমলেও, শহরের আকাশ আজও মেঘাচ্ছন্ন। চলমান আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ 'এ' পর্বে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি তাই আবহাওয়ার কারণে মাঠে গড়ানো নিয়ে অনিশ্চিয়তার সৃষ্টি হয়েছে।

এদিন সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টির সম্ভাবনা এখন ৪৩ শতাংশ, যদিও তা গতকালের ৭০ শতাংশের তুলনায় অনেকটাই কম। তাপমাত্রাও কিছুটা হ্রাস পেয়েছে, বর্তমানে রাওয়ালপিন্ডিতে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

এই পরিস্থিতিতে পুরো ৫০ ওভারের খেলা সম্ভব না হলেও, সংক্ষিপ্ত ওভারের একটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের নিষ্কাশন ব্যবস্থা খুব উন্নত নয়, যার ফলে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচের মতো এই ম্যাচও বাতিল হওয়ার ঝুঁকি থাকছে। কয়েকদিন আগে বৃষ্টির কারণে কোনো বল না গড়িয়েই ম্যাচ পরিত্যক্ত হয়েছিল অজি-প্রোটিয়াদের ম্যাচটি।

টানা দুই ম্যাচ হেরে এরমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। একই অবস্থা পাকিস্তানেরও। দুই দলের ম্যাচটি এখন নিছক আনুষ্ঠানিকতার। তবে দুই দলই আজ শুধুমাত্র সম্মানের জন্য খেলবে। শেষতা ভালো করে আসর শেষ করতে মরিয়া দলদুটি।

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ দল আগামীকাল সকাল ৯টায় (স্থানীয় সময়) এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফিরবে এবং রাতের মধ্যেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago