প্রিমিয়ার লিগে নেমে শরিফুলের ঝলক

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ না পাওয়া বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ঢাকা প্রিমিয়ার লিগে নেমে ঝলক দেখিয়েছেন। তার তোপে একশোর আগে গুটিয়ে গেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
মঙ্গলবার বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের দাপুটে জয়ে বড় ভূমিকা রাখেন শরিফুল। বাঁহাতি পেসের ঝাঁজে গাজী গ্রুপকে মাত্র মাত্র ৯৩ রানে আটকে দেন তিনি। ১০ ওভারে ৩ মেডেন করে স্রেফ ১৪ রান দিয়ে ৪ উইকেট পান এই তারকা।
মামুলি লক্ষ্য কোন উইকেট না হারিয়েই তুলে নেয় এবারের লিগের অন্যতম ফেভারিট দল রূপগঞ্জ। রান তাড়ায় ওপেনার তানজিদ হাসান তামিম করেন ৪৬ বলে ৬৫ রান।
টস জিতে বোলিং বেছে ৩ ওভারের মধ্যে ৪ রানে ৬ উইকেট পড়ে যায় গাজীর। এরমধ্যে চারটাই দখল করেন শরিফুল। এনামুল হক বিজয় ও সালমান হোসেন ইমনকে উইকেটের পেছনে ক্যাচ বানানোর পর আমিনুল ইসলাম বিপ্লব ও শেখ পারভেজ জীবনকে বোল্ড করে দেন তিনি। রূপগঞ্জের বাঁহাতি স্পিনার তানভীর ইসলামও দারুণ বল করে ২৩ রানে পান ৩ উইকেট।
Comments