ঢাকা প্রিমিয়ার লিগ

পারভেজের সেঞ্চুরি, রান পেলেন না শান্ত-লিটন

Parvez Hossain Emon

ঢাকা প্রিমিয়ার লিগে নেমে ছন্দে দেখাচ্ছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। প্রথম ম্যাচে ফিফটির পর দ্বিতীয় ম্যাচে তিনি পেলেন সেঞ্চুরি। তার সুবাদে বড় রান করে জয়ে ফিরল বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। তবে এই ম্যাচেও রান পাননি জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে ব্যর্থ হয়েছেন লিটন দাস।

আবাহনী-গুলশান

বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাটিং পেয়ে পারভেজের সেঞ্চুরিতে ৩২৩ রান করে আবাহনী। ১২৪ বলে সর্বোচ্চ ১২৬ রান করেন পারভেজ। মোহাম্মদ মিঠুন খেলেন ৬৫ বলে ৭২ রানের ইনিংস। মোসাদ্দেক হোসেন সৈকত ২৮ বলে ৩৫ ও মাহফুজুর রাব্বি ১৪ বলে করেন ২৮ রান।

আগের ম্যাচে লিটনকে ছাড়াই মোহামেডানকে হারিয়ে দেওয়া গুলশান এদিন আবাহনীর বোলিংয়ে তাল পায়নি। তারা ১৬১ রানে থেমে ম্যাচ হারে ১৬২ রানের বিশাল ব্যবধানে। ৩২৪ রানের লক্ষ্যে জাওয়াদ আবরারের সঙ্গে ওপেন করতে নেমে ২১ বলে ১৪ রান করেন লিটন। প্রিমিয়ারে নবাগত দলটির হয়ে ৫৪ বলে সর্বোচ্চ ৪৯ রান করেন খালিদ হাসান। বোলিংয়ে আবাহনীর নায়ক রাকিবুল হাসান। বাঁহাতি স্পিনে ৪০ রানে ৪ উইকেট নেন তিনি।

Mushfiqur Rahim
ছবি: ফিরোজ আহমেদ

রূপগঞ্জ টাইগার্স-মোহামেডান স্পোর্টিং ক্লাব

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্সকে ৭ উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাবের কাছে হারের পর জয়ে ফিরেছে তারা। আগের রাতে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ায় এদিন মুশফিকুর রহিমের উপর নজর ছিলো। মুশফিক উইকেট কিপিং করলেও ব্যাট করতে নামার দরকার হয়নি। আগে ব্যাট করে রূপগঞ্জ আটকে যায় ২২২ রানে। ১২.১ ওভার আগে ওই পুঁজি পেরিয়ে যায় মোহামেডান। অধিনায়ক তামিম ইকবাল ওপেন করতে নেমে ১৭ বলে ফেরেন ১৪ রান করে। রনি তালুকদার করেন ৪৪ বলে ৩৬। রান তাড়ায় মোহামেডানের নায়ক মাহিদুল ইসলাম অঙ্কন। ৯৭ বলে অপরাজিত ৮১ রান করেছেন তিনি।

পারটেক্স-প্রাইম ব্যাংক

বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংককে হারিয়ে চমক দিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। আগে ব্যাট করে ২৯৯ রান করে প্রাইম। শাহাদাত হোসেন দিপু ৬১ বলে ৬৪ ও শামীম পাটোয়ারি ৬০ বলে করেন ৬৯ রান। আলাউদ্দিন বাবুর ঝড়ে দুই ওভার আগে ওই রান পেরিয়ে জিতে যায় পারটেক্স। বাবু মাত্র ৩২ বলে খেলেন ৭৮ রানের বিস্ফোরক ইনিংস।

 

Comments

The Daily Star  | English

Soybean oil prices hiked by Tk 14 per litre

Branded bottled soybean oil will be Tk 189 a litre and non-branded loose Tk 169

1h ago