কোকেন সরবরাহে দোষী সাব্যস্ত হলেন সাবেক অজি লেগ স্পিনার

টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে দারুণ সব সাফল্য এনে দেওয়া লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাগকিল নেতিবাচক কারণে খবরের শিরোনামে এসেছেন। সাবেক এই অস্ট্রেলিয়ার ক্রিকেটারকে কোকেন সরবরাহে দোষী সাব্যস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সাবেক এই টেস্ট ক্রিকেটার কোকেন সরবরাহে অংশ নেওয়ার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। পুলিশ জানিয়েছে, অবসরপ্রাপ্ত লেগ-স্পিনার ২০২১ সালে তার ব্যক্তিগত কোকেন সরবরাহকারীকে এক সহযোগীর সঙ্গে পরিচয় করিয়ে দেন।
পুলিশের অভিযোগ, এই দুজন মিলে তাদের মধ্যে ২০০,০০০ মার্কিন ডলারের মাদক চুক্তি করে। যদিও ম্যাকগিল পরবর্তী লেনদেনে জড়িত ছিলেন না, তবে একটি বিচারক প্যানেল তাকে নিষিদ্ধ মাদক সরবরাহে জেনেবুঝে অংশ নেওয়ার জন্য দোষী সাব্যস্ত করেছে বলে জাতীয় সম্প্রচারকারী এবিসি জানিয়েছে।
জুরি ৫৪ বছর বয়সী ম্যাকগিলকে বাণিজ্যিক-স্কেলে মাদক সরবরাহে অংশ নেওয়ার আরও একটি গুরুতর অভিযোগ থেকে অবশ্য খালাস দিয়েছে।
ম্যাকগিল ১৯৯৮ থেকে ২০০৮ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট ম্যাচ খেলে ২৯.০২ গড়ে ২০৮ উইকেট পান। কিংবদন্তি শেন ওয়ার্ন ওই সময়ে বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়ানোয় দারুণ প্রতিভা থাকার পরও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।
Comments