পিএসএল ফেলে আইপিএলে যাওয়ায় আইনি নোটিশ পেলেন বশ

Corbin Bosch

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে আসা সুযোগ কে ফেরাতে পারেন! প্রথম সুযোগ লুফে নিতে গিয়ে আইনি জটিলতায় পড়ে যেতে হচ্ছে করবিন বশকে। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে নাম লিখিয়েছেন বশ। এর আগে পাকিস্তান সুপার লিগে ড্রাফট থেকে অন্তর্ভুক্ত করা হয়েছিল তাকে। এখন পিএসএল রেখে আইপিএলে যাওয়ায় দক্ষিণ আফ্রিকান বশকে আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চুক্তির বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগ উঠেছে এই অলরাউন্ডারের ওপর।

এই মৌসুমে প্রথমবার পাশাপাশি চলবে আইপিএল ও পিএসএল। ২২ মার্চ থেকে শুরু হয়ে বিশ্বের সবচেয়ে বড় ফ্র‍্যাঞ্চাইজি লিগ শেষ হবে ২৫ মে। অন্যদিকে এপ্রিলের ১১ তারিখ থেকে পিএসএল মাঠে গড়াবে ১৮ মে পর্যন্ত।

চলতি বছরের জানুয়ারিতে পিএসএলের ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। ডায়মন্ড ক্যাটাগরিতে বশকে দলে ভিড়িয়েছিল পেশাওয়ার জালমি। তবে গত ৮ মার্চে মুম্বাই ইন্ডিয়ান্স ঘোষণা দেয়, লিজাড উইলিয়ামস চোটে ছিটকে পড়ায় তার বদলি হিসেবে যোগ দিবেন বশ।

আরও অনেক খেলোয়াড় পিএসএল বাদ দিয়ে আইপিএলে চলে যেতে পারেন, এই আশঙ্কা থেকে পিএসএল ফ্র‍্যাঞ্চাইজিগুলো বশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগ্রহী। এসব খেলোয়াড়দের নিষিদ্ধ করার কথাও অনানুষ্ঠানিক আলোচনায় উঠে এসেছে।

গতকাল রবিবার এক বিবৃতিতে পিসিবি বলেছে, 'ওই ক্রিকেটারের এজেন্টের মাধ্যমে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং পেশাগত ও চুক্তির প্রতিশ্রুতি থেকে সরে আসার সিদ্ধান্তের ন্যায্যতা দেখাতে বলা হয়েছে। লিগ থেকে তার সরে যাওয়ার প্রতিক্রিয়া কী হতে পারে, পিসিবি ম্যানেজমেন্টের পক্ষ থেকে তা জানিয়ে দিয়ে উত্তর দেওয়ার সময় বেধে দেওয়া হয়েছে। এই ব্যাপারে পিসিবি আর কোন মন্তব্য করবে না।'

তবে কত দিনের ভেতর উত্তর দিতে হবে, তা জানানো হয়নি।

প্রথমবার আইপিএলে খেলার সুযোগ আসন্ন মৌসুমে পেয়ে যেতে পারেন বশ। ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার পূর্বেও এভাবে বদলি হিসেবে আইপিএলের আঙ্গিনায় এসেছিলেন। দক্ষিণ আফ্রিকার ফ্র‍্যাঞ্চাইজি লিগ এসএটোয়েন্টিতে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন এমআই ক্যাপটাউনে খেলেছেন। সবশেষ আসরের ফাইনালে ২৮ রানে ৪ উইকেট নিয়ে দলকে শিরোপা জেতাতে অবদান রেখেছেন। ডানহাতি এই পেসার ২০২৫ সালের আসর শেষ করেছেন ৮ ম্যাচে ১১ উইকেট নিয়ে। ইতোমধ্যে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে বশের অভিষেক হয়েছে।

Comments

The Daily Star  | English

Over 100 injured in overnight clashes between CU students, locals

Following the clash, the university authorities have postponed all departmental examinations scheduled for today.

1h ago