রাজনৈতিক বার্তা দেওয়ায় আমির জামালের শাস্তি

আচরণবিধি লঙ্ঘনের জন্য পাকিস্তানের আটজন ক্রিকেটারকে শাস্তি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। মোট প্রায় ৩৩ লাখের বেশি পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। রাজনৈতিক বার্তা প্রদর্শন করে সবচেয়ে বেশি ১৩ লাখ রুপি গুণতে হয়েছে আমির জামালকে।

গত বছর কয়েকটি সিরিজের সময় আচরণবিধি লঙ্ঘনের কারণে এসব জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের বিপক্ষে অক্টোবরে ঘরের মাঠের সিরিজের প্রথম টেস্টের এক ঘটনায় দোষী করা হয়েছে জামালকে।

দিনের খেলা শেষে এক সাক্ষাৎকারে এই অলরাউন্ডারের মাথায় যে ফ্লপি হ্যাট ছিল, সেখানে দেখা যায় লেখা '৮০৪'। এটি হচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের প্রিজন আইডেন্টিফিকেশন নাম্বার। বর্তমানে পাকিস্তানের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক রয়েছেন রাওয়ালপিন্ডির এক জেলে। ৮০৪ লিখে ইমরানের প্রতি সমর্থন জানিয়েছেন, এই অভিযোগ উঠেছে জামালের বিরুদ্ধে।

ভিন্ন আচরণবিধি ভঙ্গের কারণে শাস্তি পেয়েছেন আরও সাতজন ক্রিকেটার। ২০২৪ সালে পাকিস্তান সাদা বলের ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল। সেসময় চারজন খেলোয়াড় টিম হোটেলে দেরিতে ফেরায় তাদের প্রত্যেকের নামে করা হয়েছে ৫ লাখ রুপি করে জরিমানা। সেই চারজন হচ্ছেন- সালমান আলী আঘা, সাইম আইয়ুব, আব্দুল্লাহ শফিক এবং আব্বাস আফ্রিদি।

গত বছর পাকিস্তানের দক্ষিণ আফ্রিকা সফরের সময় কারফিউর নিয়ম লঙ্ঘন করেছিলেন আরও তিনজন। উসমান খান, আব্বাস আফ্রিদি এবং সুফিয়ান মুকিমকে এজন্য যদিও ২০০ ডলারের বেশি জরিমানা দিতে হচ্ছে না।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর দেশটির ক্রিকেটাররা পড়েছেন তীব্র সমালোচনার মুখে। এর মধ্যে এসেছে শৃঙ্খলাজনিত কারণে জরিমানার খবর।

বর্তমানে পাকিস্তান রয়েছে নিউজিল্যান্ড সফরে। সালমানের নেতৃত্বে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তারা শুরু করেছে ৯ উইকেটের হার দিয়ে।

Comments

The Daily Star  | English

Pope Francis dies at 88

He had recently survived a serious bout of double pneumonia.

26m ago