ওয়ানডের বদলে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-পাকিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফি চলার সময় দুটি দ্বি-পাক্ষিক সিরিজ চূড়ান্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও পাকিস্তান ক্রিকেট বোর্ড। মে ও জুলাই মাসে দুটি সিরিজই ছিলো ওয়ানডে সংস্করণের। তবে এখন তা বদল করে টি-টোয়েন্টি আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের পরিচালক সামিউল হাসান দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন এই তথ্য, 'আমার মনে এটা একদম এরকমই, মে মাসে পাকিস্তানে ৫টি টি-টোয়েন্টি হবে, জুলাইতে তিনটা টি-টোয়েন্টি হবে বাংলাদেশে।'
আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) মে মাসে পাকিস্তানে গিয়ে পাঁচটি ওয়ানডে খেলার কথা ছিলো বাংলাদেশের। চ্যাম্পিয়ন্স ট্রফির সময় বাড়িত হিসেবে জুলাই মাসে পাকিস্তানের ফিরতি বাংলাদেশ সফরে রাখা হয় তিন ওয়ানডে। তবে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রখে দুই সিরিজ হবে পুরোপুরি টি-টোয়েন্টি সংস্করণে।
২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে, চলতি বছর সেপ্টেম্বরে এই বৈশ্বক আসর বিবেচনায় এশিয়া কাপও ভারতে হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই অবস্থায় নিজেদের কুড়ি ওভারের ক্রিকেটেই মনযোগ দিতে চায় বাংলাদেশ-পাকিস্তান। চলতি বছর টেস্ট ও ওয়ানডে খুব বেশি খেলবে না বাংলাদেশ।
Comments