জরুরি সভায় বসছে বিসিবি 

ছবি: বিসিবি

বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে বিসিবির পরিচালনা পর্ষদের জরুরি সভা বসতে যাচ্ছে আজ। এই সভায় প্রধান কোচের সঙ্গে চুক্তি, অধিনায়কত্বের বিষয়গুলোর সমাধান আসতে পারে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দুপুরে শুরু হবে এই সভা। 

নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর এই সংস্করণে স্থায়ীভাবে এখনো কাউকে দায়িত্ব দেয়নি বিসিবি। এছাড়া শান্ত বাকি দুই সংস্করণে অধিনায়ক থাকবেন কিনা তাও নিশ্চিত হওয়ার বিষয় আছে। 

জানা গেছে টি-টোয়েন্টির স্থায়ী অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন লিটন দাস ও তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারানোর সর্বশেষ সিরিজে অধিনায়ক ছিলেন লিটন, তার নেতৃত্বের প্রশংসা করেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এই দৌড়ে লিটন তাই কিছুটা এগিয়ে আছেন। 

এছাড়া নির্বাচক হিসেবে হান্নান সরকার দায়িত্ব ছেড়ে দেওয়ার পর আরেকজন নতুন নির্বাচকও নিতে হবে বিসিবিকে। সেখানে আছে একাধিক নাম, বিসিবির সূত্র জানিয়েছে এরমধ্যে সাজ্জাদ আহমেদ শিপন রয়েছেন উপরের দিকের বিবেচনায়। 

সবচেয়ে বড় ইস্যু প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তি। ওয়েস্ট ইন্ডিয়ান এই কোচের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি ছিলো বিসিবির। এরপর তাকে রাখার কথা জানানো হলেও চুক্তি এখনো হয়নি। সূত্রের খবর সিমন্সকেই চূড়ান্ত করা হবে নতুন চুক্তিতে, সেটা বোর্ড সভায় পাবে পূর্ণাঙ্গ রূপ। 

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

7h ago