নিশাম-সেইফার্টের ঝলকে পাকিস্তানকে তুড়ি মেরে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

tim seifert

সিরিজের মীমাংসা হয়ে গিয়েছিলো আগের ম্যাচেই। সিরিজ জয় নিশ্চিত করার পর শেষ ম্যাচেও দাপট দেখালো নিউজিল্যান্ড। জিমি নিশামের তোপে পাকিস্তানকে অল্প রানে আটকে সেই পুঁজি তারা পেরিয়ে গেল যেন তুড়ি মেরে। দলকে বড় জয় পাইয়ে দিতে ব্যাট হাতে বিস্ফোরক ইনিংস খেললেন টিম সেইফার্ট। 

ওয়েলিংটনের পঞ্চম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে। আগে ব্যাট করে জিমি নিশামের বিধ্বংসী বোলিংয়ে স্রেফ ১২৮ রান করতে পারে সফরকারী দল।

ওই পুঁজি ১০ ওভারেই তুলে নেয় নিউজিল্যান্ড। ৬০ বল আগে ম্যাচ শেষ করতে মাত্র ৩৮ বলে ৯৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেন সেইফার্ট। বল হাতে কিউইদের নায়ক নিশাম ৪ ওভার বল করে ২২ রানে নেন ৫ উইকেট।

১২৯ রানের লক্ষ্যে ফিন অ্যালেনকে নিয়ে তান্ডব শুরু করেন সেইফার্ট। ওপেনিং জুটিতে মাত্র ৩৮ বলে আসে ৯৩ রান। ১২ বলে ২৭ করে অ্যালেন ফেরার পর মার্ক চাপম্যানও দ্রুত আউট হন। তবে ম্যাচে তাতে কোন প্রভাব ছিলো না, সেইফার্ট তখন পাক বোলারদের তুলোধুনো করে ম্যাচ শেষ করে দেন আরেকদিকে।

টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে দিয়ে চেপে ধরে নিউজিল্যান্ড। ওপেনার হাসান নেওয়াজকে ফেরান জ্যাকব ডাফি, বেন সিয়ার্স তুলে নেন মোহাম্মদ হারিসকে। ওমর ইউসুফও শিকার ডাফির। মাঝের দিকে দারুণ মিডিয়ামের পেসে একের পর এক ছোবল হানেন নিশাম। অধিনায়ক সালমান আঘা ৩৯ বলে ৫১ করে দলকে কেবল তিন অঙ্ক পার করাতে পেরেছেন, লড়াইয়ের পুঁজি আনতে পারেননি।

Comments

The Daily Star  | English

Supernumerary promotion: Civil bureaucracy burdened with top-tier posts

The civil administration appears to be weighed down by excessive appointments of top-tier officials beyond sanctioned posts, a contentious practice known as supernumerary promotion.

8h ago