পাকিস্তানে জন্ম নিয়ে পাকিস্তানের বিপক্ষে নামার স্বপ্ন ছিলো তার শৈশোব থেকে

মোহাম্মদ আব্বাসের বয়স যখন মাত্র এক বছর তখনই পরিবারের সঙ্গে তিনি পাড়ি দেন নিউজিল্যান্ডে। তারপর সেখানেই বেড়ে উঠা। ক্রিকেটার বাবার পথ ধরেই স্বপ্ন বোনা ক্রিকেটে। আর তখন থেকেই নিউজিল্যান্ডের তরুণ এই ক্রিকেটার স্বপ্ন দেখছিলেন জন্মভূমির বিপক্ষে নামার।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার আজহার আব্বাস আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ছিলেন নব্বুই দশক থেকে। ২০০২ সালে তিনি থিতু হন নিউজিল্যান্ডে। পরিবারের সঙ্গে মোহাম্মদ আব্বাসেরও সেদেশের নাগরিকত্ব নিয়ে বেড়ে উঠা।
গত ২৯ মার্চ ওয়ানডে অভিষেক হয় আব্বাসের। অভিষেকেই হয়েছে স্বপ্ন-পূরণ। পাকিস্তানে জন্ম নেওয়া প্রথম ক্রিকেটার হিসেবে খেলতে নামেন নিউজিল্যান্ডের হয়ে। নেমেই গড়ে ফেলেন রেকর্ড। ২৪ বলে তুলেন ফিফটি, যা অভিষিক্ত কোন ব্যাটারের ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ড।
এমন দারুণ স্বপ্ন-পূরণের পর আব্বাস জানান তার শৈশবের কথা, 'নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করা আমার কাছে এক অপার গর্বের বিষয়। ছোটবেলা থেকেই এই মুহূর্তের স্বপ্ন দেখেছি, ব্ল্যাক ক্যাপসের কিংবদন্তি খেলোয়াড়দের দেখে অনুপ্রাণিত হয়েছি। আমার জন্ম পাকিস্তানে, তাই নিউজিল্যান্ডের হয়ে প্রথম পাকিস্তানি ক্রিকেটার হতে পারাটা আমার জন্য বিশেষ এক অনুভূতি।'
'যখন আমরা নিউজিল্যান্ডে আসি, তখন আমার বয়স ছিল মাত্র এক বছর। কিন্তু ছোটবেলা থেকেই পাকিস্তানের বিপক্ষে খেলার স্বপ্ন দেখতাম। আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে, যা আমার জন্য এক অসাধারণ এবং রোমাঞ্চকর অনুভূতি।'
আব্বাস জানান, তার অনেক স্বজন এখনো পাকিস্তানেই বাস করেন। যারে তাকে ভিন্ন দেশের জার্সিতে দেখেও পুলকিত হন, 'আমার অনেক আত্মীয় এখনও লাহোর এবং মুলতানে বসবাস করেন। তারা নিশ্চয়ই আমাকে খেলতে দেখে আনন্দিত হবেন।'
Comments