নিষেধাজ্ঞার সময়ে ‘বিন্দাস’ ছিলেন নাসির

nasir hossain
নাসির হোসেন। ছবি: সংগৃহীত

দুর্নীতির দায়ে দেড় বছর সব ধরণের স্বীকৃত ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন নাসির হোসেন।  নিষেধাজ্ঞার এই সময়টা তার নাকি কেটেছে ভীষণ আনন্দে। তবে খেলায় ফিরতে পেরেও স্বাভাবিকভাবে ভালো লাগছে জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডারের।

আবুধাবি টি-১০ লিগে দুর্নীতির দায়ে আইসিসি ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ছয়মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নাসিরকে নিষিদ্ধ করে। নিয়ম অনুযায়ী ৭ এপ্রিল থেকে তিনি আবার মুক্ত হয়েছেন। নিষেধাজ্ঞা মুক্ত হয়েই ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে নামেন নাসির।

সোমবার মিরপুরে রূপগঞ্জ টাইগার্সের হয়ে অফ স্পিনে নিয়েছেন ৩১ রানে ১ উইকেট। পরে ব্যাট হাতে করেন ৯ রান। ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে হাজির হয়ে ৩৩ বছর বয়েসী তারকা জানান নিষিদ্ধ থাকলেও তার সময়টা কেটেছে নির্ভার আনন্দে,  'দেড় বছর বাইরে ছিলাম। বিন্দাস (নির্ভার আনন্দ) ছিলাম। আর কী বলব (হাসি)। পরিবারের সঙ্গে ছিলাম। ভালো ছিলাম আলহামদুলিল্লাহ্‌। খেলা মিস করেছি ঠিক আছে। তবে পরিবারের সঙ্গে ছিলাম। ভালো ছিলাম।'

মাঠের বাইরে আনন্দে থাকলেও চেনা সবুজ প্রান্তরের স্পর্শও মিস করেছেন নাসির, ফেরার আনন্দও তাই তার ব্যাপক, 'অবশ্যই ভালো লাগছে। যেই জিনিসটা মিস করছিলাম, ক্রিকেট খেলা। তাই অবশ্যই খুব ভালো লাগতেছে অনেক দিন পর ক্রিকেট খেলে। এই তো!'

নিষেধাজ্ঞার সময়ে দুইটি ঢাকা প্রিমিয়ার লিগ, দুটি বিপিএল মিস করেছেন। এজন্য নিজেকে আনলাকি মনে হয় নাসিরের। নিষিদ্ধ হওয়ার আগেই জাতীয় দলের অনেক দূরে চলে যাওয়া এই ক্রিকেটার জানালেন এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার স্বপ্ন ছাড়েননি, 'আমার মনে হয় যারা ক্রিকেট খেলে, জাতীয় দলে খেলার জন্যই খেলে। আমিও স্বপ্ন দেখি। এটা বিশ্বাস করি, এখনও সুযোগ আছে। যদি পারফর্ম করতে পারি অবশ্যই জাতীয় দলে খেলতে পারব। আপনি পারফর্ম করলে সেটার মূল্যায়ন যদি ক্রিকেট বোর্ড করে, তাহলে আপনি পারফর্ম করতে পারবেন।'

'যদি দেখেন, যেবার আমি বিপিএল ভালো খেললাম, এরপর কিন্তু আমাকে 'এ' দল বা টাইগার্স বা প্রস্তুতি ম্যাচ- কোথাও আমাকে ডাকেনি। তো আপনি যদি পারফর্ম করার পর এসব জায়গায় না ডাকে, তাহলে জাতীয় দলে কীভাবে খেলবেন? অবশ্যই স্বপ্ন দেখি জাতীয় দলে খেলার। এটা বিশ্বাস করি, পারফর্ম করলে অবশ্যই সুযোগ আসবে।'

Comments

The Daily Star  | English

Primary Schools: Dropouts up after 14 years of decline

In a setback for the country’s primary education system, the school dropout rate saw a sudden rise last year after a steady decline over 14 years, according to a government report.

10h ago