বিকেএসপিতে এবার খেলার আগে অসুস্থ আম্পায়ার গাজী সোহেল

gazi sohel

কদিন আগে বিকেএসপিতে খেলা শুরুর আগে অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম ইকবাল। হার্ট অ্যাটাকের পর তার হার্টে স্টেন্টও বসানো হয়েছিলো পরে। একই ভেন্যুতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শুরুর আগে এবার অসুস্থ হয়ে পড়েন আম্পায়ার গাজী সোহেল। তবে তার পরিস্থিতি ততটা গুরুতর আকার ধারণ করেনি।

বিকেএসপির তিন নম্বর মাঠে প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংক। এই ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে নিয়োজিত ছিলেন আন্তর্জাতিক আম্পায়ার গাজী সোহেল। কিন্তু খেলা শুরুর আগেই তিনি অসুস্থ বোধ করেন। আর নামতে পারেননি। তার বদলে চতুর্থ আম্পায়ার সাইফুদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়।

ওই ম্যাচের ম্যাচ রেফারি দেবব্রত পাল দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন এই খবর, 'মাঠে নামার আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি। স্বস্তি বোধ করছিলেন না। এখন মেডিকেল সেন্টারেই আছেন। বলছিলেন মাথাটা ব্যথা করছে, কাল রাতে বোধহয় ঘুম কম হয়েছে।'

গত ২৪ মার্চ বিকেএসপিতে মোহামেডান-শাইনপুকুর ম্যাচের আগে অসুস্থ হয়ে যান তামিম। তার পরিস্থিতি চরম অবনতি হতে থাকে, পরে জানা যায় হার্ট অ্যাটাক করেছেন তিনি। সাভারের কেপিজে হাসপাতালে স্টেন্ট বসানোর পর তামিম এখন আছেন বিশ্রামে। সেই ম্যাচেও ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন দেবব্রত পাল।

Comments

The Daily Star  | English

Polls no later than June 2026

Chief Adviser Prof Muhammad Yunus has said that next national polls will be held within June 2026.

56m ago