নাটকীয় লড়াইয়ে রিতুর ব্যাটে বাংলাদেশের রেকর্ড জয়

ছবি: বিসিবি

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে রিতু মনির অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ। ২৩৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে নিগার সুলতানার দল। তবে রিতুর ৬১ বলে অপরাজিত ৬৭ রানের বীরত্বপূর্ণ ইনিংস দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। এটি তার ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ফিফটি।

রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে নবম উইকেটে নাহিদা আক্তারের সঙ্গে রিতু গড়েন ৩৪ বলে অবিচ্ছিন্ন ৫৪ রানের ম্যাচ জেতানো জুটি। এতে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ নারী দল নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে। এর আগে ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে ২১১ রান তাড়া করে জয় পেয়েছিল টাইগ্রেসরা।

ম্যাচের শুরুতে আয়ারল্যান্ড টসে জিতে ব্যাট করতে নেমে ২৩৫ রান সংগ্রহ করে। লরা ডেলানির ৬৩ ও ওরলা প্রেন্ডারগাস্টের ৪১ রানের পর শেষদিকে আর্লিন কেলির ১৭ বলে অপরাজিত ২৪ রানের ক্যামিও ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় তারা। বাংলাদেশের পক্ষে রাবেয়া খান সর্বোচ্চ তিনটি ও ফাহিমা খাতুন দুটি উইকেট নেন।

রান তাড়া করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার দ্রুত ফিরে গেলে শুরুতেই চাপে পড়ে দল। তবে অধিনায়ক নিগার (৫০) ও শারমিন আক্তার (২৪) তৃতীয় উইকেটে ৫২ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন। এরপর একশর আগে ৫ উইকেট পড়ে গেলেও রিতু দলকে জয়ের পথে রাখেন। তিনি ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস ও নাহিদার সঙ্গে গুরুত্বপূর্ণ তিনটি জুটি গড়েন।

বিশেষ করে, ১৮৬ রানে অষ্টম উইকেট পড়ার পর রিতুর ব্যাটিং ও নাহিদার দৃঢ়তা ছিল অসাধারণ। রিতুর ব্যাট থেকে আসে ৬ চার ও ১ ছক্কা। নাহিদা খেলেন ১৭ বলে অপরাজিত ১৮ রানের ইনিংস। ফলে বাংলাদেশ পায় ৮ বল হাতে রেখে অবিশ্বাস্য জয়। এছাড়া, ফাহিমা ২৮ ও জান্নাতুল ১৯ রান করেন।

এই জয়ের মাধ্যমে বাংলাদেশ বাছাইপর্বে টানা দুটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। গত বৃহস্পতিবার থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রানের রেকর্ড সংগ্রহ গড়ে ১৭৮ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল তারা। আগামী মঙ্গলবার একই মাঠে স্কটল্যান্ডের মুখোমুখি হবে লাল-সবুজ জার্সিধারীরা।

Comments

The Daily Star  | English
Women's Affairs Reforms Commission

Eliminate gender disparities in laws

The Women’s Affairs Reforms Commission has proposed a series of comprehensive reforms to eliminate all forms of discrimination against women embedded in the country’s laws, constitution, policies, and institutions.

9h ago