আইপিএল অভিষেকে প্রথম বলে ছক্কা মেরে আলোচনায় কিশোর বৈভব

vaibhav suryavanshi

বৈভব সূর্যবংশীর যখন জন্ম ২০১১ সালে। তখন আইপিএল তিন মৌসুম পেরিয়ে এসেছে। বিরাট কোহলিরা আন্তর্জাতিক ক্রিকেটে অনেকটা থিতু। অনেকের মনে হতে পারে মাত্র সেদিনের ঘটনা। সেদিনে জন্ম নেওয়া বৈভব মাত্রই ১৪ পেরিয়েছেন। কৈশোরের আভা নিয়েই তিনি নেমে গেলেন আইপিএল। নেমেই প্রথম বলেই ছক্কা, পরে আরও বেশ কিছু ঝলক। তিনি যা করলেন কে বলবে এখনো তারুণ্যেই পড়েনি তার পা!

এবার আইপিএলের মেগা নিলামেই আলোচনার জন্ম দেন এই কিশোর। তাকে এক কোটি ১০ লাখ রুপিতে দলে  নিয়ে নেয় রাজস্থান রয়্যালস। ঘরোয়া ও বয়সভিত্তিক ক্রিকেটে নজর কাড়া বাঁহাতি ব্যাটার যে সর্বোচ্চ মঞ্চের জন্যও প্রস্তুত সেই বিশ্বাস ছিলো রাজস্থানের।

১৪ বছর ২৩ দিন বয়সে অভিষেকেই বৈভব গড়েছেন রেকর্ড। তিনিই এখন আইপিএলের ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার। এর আগে ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৬ বছর ১৫৭ দিনে অভিষেক হয় প্রয়াস বর্মনের।

এদিন নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসনের চোটে সুযোগ পান বৈভব। যশস্বি জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নেমে মুখোমুখি প্রথম বলেই এক্সট্রা কাভারের উপর দিয়ে উড়ান ছক্কা। পরে পুল করেও মারেন ছয়। ২০ বলের উপস্থিতিতে ৩ ছয়, ২ চারে ৩৪ রান করেন তিনি। স্টাম্পিং হয়ে ফিরে গিয়ে কান্নাও করে ফেলেন বৈভব।

গত বছর মাত্র ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেনীতে অভিষেক হয় বৈভবের। বয়সভিত্তিক ক্রিকেটে পাশাপাশি সময়ে চলে তার দাপট। আগ্রাসী ব্যাটিং দেখে আইপিএলের নিলামে নজর কাড়েন। এবার মূল মঞ্চে সুযোগ পেয়ে দেখালেন তার ভেতরে আছে বিশেষ কিছু।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago