প্রথম ঘণ্টায় দুই ওপেনারকে হারালো বাংলাদেশ

সতর্ক শুরুর পর সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় শিকার হয়েছেন ভিক্টর নিয়াউচির। জিম্বাবুয়ের কিপার সহজ ক্যাচ না ফেললে বিদায় নিতে পারতেন মুমিনুল হকও।
সিলেট টেস্টে টস জিতে ব্যাটিং নিয়ে ঠিক স্বস্তিতে নেই স্বাগতিক দল। প্রথম ঘণ্টায় খেলা হয়েছে ১২ ওভার। তাতে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৪।
দুই পেসার রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি শুরু থেকেই ছিলেন আঁটসাঁট। চাপ তৈরি করতে পারছিলেন তারা। তবে নবম ওভারে গিয়ে প্রথম সাফল্য পান বদলি পেসার নিয়াউচি। তার বলে খোঁচা মেরে গালিতে ব্রায়ান বেনেটের হাতে জমা পড়েন ২৩ বলে ১২ রান করা সাদমান।
নিজের পরের ওভারে উইকেটের পেছনে তিনি ক্যাচ বানান মাহমুদুল হাসান জয়কে। ডানহাতি ওপেনারের কিপারের গ্লাভসে জমা পড়ার আগে ৩৫ বলে করেন ১৪ রান। ৩২ রানে পড়ে দুই উইকেট। পরের ওভারে বিদায় হতে পারত মুমিনুলের। মুজারাবানির লাফিয়ে উঠা বল ছাড়তে গিয়ে গ্লাভসে লাগিয়েছিলেন শূন্য রানে থাকা মুমিনুল। সহজ এই ক্যাচ ছেড়ে দেন কিপার মায়াভু।
Comments