জিম্বাবুয়ের বিপক্ষে দুইশও করতে পারল না বাংলাদেশ

জাকের আলী অনিক ও হাসান মাহমুদের অষ্টম উইকেট জুটি থামল ৪১ রানে। এরপর ১০ বলের মধ্যে শেষ ৩ উইকেট হারিয়ে গুটিয়ে গেল বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে দুইশও করতে পারলেন না নাজমুল হোসেন শান্তরা।
ম্যাচের প্রথম দিনে রোববার টস জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ তৃতীয় সেশনে অলআউট হয়েছে ১৯১ রানে। বলাই বাহুল্য, প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি টাইগারদের সঙ্গী ছিল নিজেদের নিদারুণ ব্যাটিং ব্যর্থতা। বেশ কয়েকজন ব্যাটার আলগা শটে উইকেট ছুড়ে দিয়ে মাঠ ছাড়েন।
৭ উইকেটে ১৫৪ রান নিয়ে চা বিরতিতে যাওয়া বাংলাদেশ পরে যোগ করেছে আর ৩৭ রান। জাকের ও হাসানের প্রতিরোধ ভেঙে জিম্বাবুয়েকে ব্রেক থ্রু দেন পেসার ব্লেসিং মুজারাবানি। তার চমৎকার এক ডেলিভারির লাইন মিস করে বোল্ড হয়ে যান হাসান। তিনি সাজঘরে ফেরেন ৩০ বলে ১৯ রানে।
দুইশ পর্যন্ত পৌঁছাতে স্বাগতিকরা তাকিয়ে ছিল জাকেরের দিকে। কিন্তু জোড়া আঘাতে তাকে ও নাহিদ রানাকে আউট করে বাংলাদেশের ইনিংস থামান স্পিনার ওয়েসলি মাধেভেরে।
ডাউন দ্য উইকেটে গিয়ে ছক্কা মারার চেষ্টায় ক্যাচ দেন জাকের। অনেক উঁচুতে ওঠা বল আস্থার সঙ্গে লুফে নেন বেন কারান। ৫৯ বলে জাকেরের সংগ্রহ ২৮ রান। শেষ ব্যাটার নাহিদ টেকেন কেবল চার বল। বোল্ড হওয়ার আগে রানের খাতা খুলতে পারেননি তিনি। খালেদ আহমেদ অপরাজিত থাকেন ৩ বলে ৪ রানে।
শূন্য রানে জীবন পাওয়া মুমিনুল হক বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন। অধিনায়ক শান্ত খেলেন ৪০ রানের ইনিংস। আর কেউ যেতে পারেননি ত্রিশের ঘরেও।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৬১ ওভারে ১৯১ (জয় ১৪, সাদমান ১২, মুমিনুল ৫৬, শান্ত ৪০, মুশফিক ৪, জাকের ২৮, মিরাজ ১, তাইজুল ৩, হাসান ১৯, খালেদ ৪*, নাহিদ ০; এনগারাভা ০/৩৭, মুজারাবানি ৩/৫০, নিয়াউচি ২/৭৪, মাধেভেরে ২/২, মাসাকাদজা ৩/২১)।
Comments