বাবরকে পেছনে ফেলে কোহলির আরেকটি রেকর্ড

রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয় তুলে নেওয়ার ম্যাচে দারুণ এক ফিফটি করেছেন ভারতীয় তারকা ব্যাটার ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) অন্যতম ভরসা বিরাট কোহলি। তাতে পাকিস্তানের বাবর আজমকে পেছনে ফেলে অনন্য এক কীর্তি গড়েছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে আগে ব্যাটিং করে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের রেকর্ড এখন তার।

শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আইপিএলের ম্যাচে ৪২ বলে ৭০ রান করেন কোহলি, যেখানে ছিল ৮টি চার ও ২টি ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল ১৬৬.৬৭। ঘরের মাঠে এবারের আইপিএলে এটাই তার প্রথম হাফসেঞ্চুরি, যেখানে এর আগে তিন ইনিংসে তার সংগ্রহ ছিল মাত্র ৩০ রান।

প্রথম ইনিংসে ব্যাট করে এটা ৬২তম অর্ধশতক কোহলির। যা ছাড়িয়ে গেছে বাবর আজমের ৬১ হাফসেঞ্চুরিকে। এই তালিকায় এই তারকা দুই ব্যাটারের পর আছেন কিংবদন্তি ক্রিস গেইল। যার ফিফটি সংখ্যা ৫৭টি। তবে পেশাদার ক্রিকেট ছেড়ে দিয়েছেন তিনি। এরপর আছেন ডেভিড ওয়ার্নার (৫৫), জস বাটলার (৫২) এবং ফাফ দু প্লেসি (৫২)।

তবে আগে-পরে ব্যাটিং মিলিয়ে ১১১টি পঞ্চাশোর্ধ ইনিংস রয়েছে কোহলির। এখানে তিনি পেছনে ফেলেছেন গেইলকে (১১০)। ১১৭টি পঞ্চাশোর্ধ ইনিংস খেলে তার ওপরে আছেন কেবল ওয়ার্নার। কোহলির ১১১টি পঞ্চাশোর্ধ ইনিংসে সেঞ্চুরি ৯টি। অর্থাৎ ফিফটি ১০২টি। সেখানে ওয়ার্নারের ফিফটি সংখ্যা ১০৯টি।

এদিন ম্যাচে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে জোফরা আর্চারের বলে আউট হন কোহলি। আর্চারের বিপক্ষে তার মোট রান এখন ১১ ইনিংসে ৮০ বলে ১০৩, স্ট্রাইক রেট ১২৮.৭৫, যেখানে তিনি মেরেছেন ১২টি চার ও ৩টি ছক্কা। এই পারফরম্যান্সের সুবাদে চলতি আইপিএলের অরেঞ্জ ক্যাপ দৌড়ে দ্বিতীয় স্থানে তিনি। এখন পর্যন্ত তিনি ৯ ম্যাচে ৬৫.৩৩ গড়ে করেছেন ৩৯২ রান, স্ট্রাইক রেট ১৪৪.১১।

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

15h ago