অভিজ্ঞতার কারণে দলে আছেন শান্ত, বললেন প্রধান নির্বাচক

ছবি: বিসিবি

টি-টোয়েন্টিতে পারফরম্যান্স ভীষণ বিবর্ণ হলেও নাজমুল হোসেন শান্ত টিকে গেলেন বাংলাদেশ দলে। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের মাটিতে আগামী দুটি সিরিজের স্কোয়াডে রাখা হলো বাঁহাতি ব্যাটারকে। সেটার কারণ হিসেবে অভিজ্ঞতার কথা তুলে ধরলেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

রোববার আসন্ন দুটি টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। নতুন অধিনায়ক উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস দায়িত্ব পেয়েছেন ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হয়েছেন সহ-অধিনায়ক। তাকে অবশ্য আগামী সিরিজ দুটির জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে। টি-টোয়েন্টির পরিসংখ্যান সুবিধার না হলেও সাবেক অধিনায়ক শান্ত আছেন দলে।

বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ৪৯ টি-টোয়েন্টি খেলেছেন ২৬ বছর বয়সী ক্রিকেটার। ২২.৮৫ গড় ও ১০৮.৩৫ স্ট্রাইক রেটে তার রান ৯৬০। টেস্ট ও ওয়ানডেতে অধিনায়কের ভূমিকা চালিয়ে গেলেও সমালোচনার মুখে তিনি নিজেই বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার কথা বলেছিলেন।

স্কোয়াড ঘোষণার পর গণমাধ্যমকে লিপু বলেন, অভিজ্ঞতার বিচারে শান্তকে রাখা হয়েছে, 'শান্ত আমাদের সাবেক অধিনায়ক ছিলেন... আপনি দলটার দিকে তাকিয়ে দেখুন, আপনার অভিজ্ঞতাও দরকার। ওপরের দিকে সৌম্য (সরকার) ও লিটন আছে, যারা ৯০ বা এর আশেপাশে ম্যাচ খেলেছে। এরপর যদি আপনি তাকান, দেখবেন বিস্তর ফারাক রয়েছে। শান্তরও মনে হয় এখনও ৫০ ম্যাচ হয়নি, ৪০ বা এর আশেপাশে ম্যাচ খেলেছে। তো দলের সঙ্গে আপনার সব সময়ই কিছু অভিজ্ঞতা বহন করা দরকার।'

বিপিএলের সবশেষ আসরও একদম ভালো কাটেনি টপ অর্ডার ব্যাটার শান্তর। চ্যাম্পিয়ন হওয়া ফরচুন বরিশালের হয়ে মাত্র ৫ ম্যাচ খেলার পর আর একাদশে সুযোগই পাননি তিনি। তার ব্যাট থেকে ১১.২০ গড় ও ১১৯.১৪ স্ট্রাইক রেটে এসেছিল স্রেফ ৫৬ রান।

বিসিবির প্রধান নির্বাচক যোগ করেন, যারা দলে ঢোকার লড়াইয়ে ছিলেন কিন্তু সুযোগ পাননি, স্বাভাবিক প্রক্রিয়াতেই তারা ভবিষ্যতে ডাক পাবেন, 'আর (শান্তর) ওই জায়গার জন্য যারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, হয়তো (মাহিদুল ইসলাম) অঙ্কন বা ওপরের দিকে নাঈম (শেখ) বা নিচের দিকেও আরও এক-দুইজন আছে। তো স্বয়ংক্রিয়ভাবে তারা প্রক্রিয়ার মধ্যে আসবেন।'

চলতি মাসে আরব আমিরাতের মাটিতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে তারা।

Comments

The Daily Star  | English

Anatomy of BGB shootings in Rampura

It was 6:14pm on Friday, July 19, 2024. Two Border Guard Bangladesh (BGB) personnel were advancing into Banasree G Block in Dhaka.

16h ago