বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত

চলতি বছরের জুন ও জুলাই মাসে একটি পুর্নাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। যেখানে লঙ্কানদের বিপক্ষে দুইটি টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। এই টেস্ট সিরিজ দিয়েই উভয় দলের জন্য নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হবে।

জুনে দুইটি টেস্ট অনুষ্ঠিত হবে গল ও কলম্বোতে। এরপর ২, ৫ ও ৮ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ। এর মধ্যে প্রথম দুটি ম্যাচ হবে কলম্বোতে এবং শেষ ম্যাচটি হবে পাল্লেকেলেতে। সবশেষে, তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১০, ১৩ ও ১৬ জুলাই, যথাক্রমে পাল্লেকেলে, ডাম্বুলা ও কলম্বোতে।

শেষবার যখন বাংলাদেশ শ্রীলঙ্কায় সফর করেছিল, তখন ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে ফিরেছিল টাইগাররা। প্রথম টেস্ট ড্র হলেও দ্বিতীয় টেস্টে ২০৯ রানে সহজ জয় পায় লঙ্কানরা।

শ্রীলঙ্কা সফরের আগে এশিয়ায় আরও কিছু টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে টাইগাররা।

সম্প্রতি ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে বাংলাদেশ। সিরিজে মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত পারফর্ম করেন; দুই টেস্টে তিনটি পাঁচ উইকেটের কীর্তি গড়েন তিনি।

অন্যদিকে, শ্রীলঙ্কা সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলেছে। দুই ম্যাচের টেস্ট সিরিজে হারলেও বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে লঙ্কানরা।

সূচি

টেস্ট সিরিজ

১৭-২১ জুন: প্রথম টেস্ট, গল

২৫-২৯ জুন: দ্বিতীয় টেস্ট, কলম্বো

ওডিআই সিরিজ

২ জুলাই: প্রথম ওয়ানডে, কলম্বো

৫ জুলাই: দ্বিতীয় ওয়ানডে, কলম্বো

৮ জুলাই: তৃতীয় ওয়ানডে, পাল্লেকেলে

টি-টোয়েন্টি সিরিজ

১০ জুলাই: প্রথম টি-টোয়েন্টি, পাল্লেকেলে

১৩ জুলাই: দ্বিতীয় টি-টোয়েন্টি, ডাম্বুলা

১৬ জুলাই: তৃতীয় টি-টোয়েন্টি, কলম্বো

Comments

The Daily Star  | English
yunus calls on youth to join politics

Yunus urges young people to engage more in politics

Yunus made the call when a group of young political activists from different political parties of Norway called on him at the state guest house Jamuna today

1h ago