সোহান-অঙ্কনের সেঞ্চুরিতে সিরিজ জিতল ‘এ’ দল

Nurul Hasan Sohan

নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে প্রথম ম্যাচের মতন দ্বিতীয় ম্যাচেও দাপট দেখালো বাংলাদেশ 'এ' দল। নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কনের জোড়া সেঞ্চুরিতে রান গেল সাড়ে তিনশোর কাছে। পরে শরিফুল ইসলাম, তানভির ইসলামদের বোলিং ঝলকে সহজেই জিতে যায় স্বাগতিকরা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশের দলটি জিতেছে ৮৭ রানে। আগে ব্যাটিং পেয়ে ৩৪৪ রান করে বাংলাদেশ 'এ' দল, কিউইরা আটকে যায় ২৫৭ রানে।

বাংলাদেশের বড় জয়ের নায়ক সোহান ও অঙ্কন। ১০৮ বলে ১০৫ রান করেন অঙ্কন। ১০১ বলে ১১২ রানের ইনিংস খেলেন কিপার ব্যাটার ও অধিনায়ক সোহান।

টস হেরে এদিন শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ১২ রানে বিদায় নেন পারভেজ হোসেন ইমন। আরেক ওপেনার নাঈম শেখ বিদায় নেন থিতু হয়ে। ৪১ বলে ৪০ রান করে ঢাকা প্রিমিয়ার লিগে আলো  ছড়ানো ব্যাটার।

তিনে নেমে এনামুল হক বিজয় আউট হন ৩৪ বলে ৩৯ রান করে। ৯৭ রানে ৩ উইকেট পড়ার পর লম্বা জুটি গড়েন অঙ্কন-সোহান। ১৯১ বলে গড়েন ২২৫ রানের জুটি। দুজনেই পেরিয়ে যান তিন অঙ্কের ঘর। অঙ্কনের ব্যাট থেকে ৭ চারের সঙ্গে আসে ৫ ছক্কা। সোহান মারেন ৭টি করে চার-ছয়।

৩৪৫ রানের বিশাল লক্ষ্যে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ছিলো ভালো। ওপেনিং জুটিতে ৫২ রান আসার পর ডেল ফিলিপস দারুণ ইতিবাচক মেজাজে বাড়াচ্ছিলেন রান। ১৫তম ওভারে দলের ৯৯ রানে তার বিদায়ে নামে ধস। ৫৪ বলে ১৪ চার, ২ ছক্কায় ৭৯ করেন থামেন তিনি।

মাঝের ওভারে মোসাদ্দেক হোসেন সৈকত হানেন জোড়া আঘাত। শরিফুল তুলে নেন ফিলিপসকে। ধসে পড়া সফরকারীরা আর ম্যাচে ফিরতে পারেনি। ৫০ রানে ৩ উইকেট নিয়ে দলের সফল বোলার মোসাদ্দেক হোসেন সৈকত। শরিফুল ২৯ রানে নেন ২ উইকেট, বাঁহাতি স্পিনে ৫৫ রানে ২ উইকেট পান তানভির।

Comments

The Daily Star  | English

Hasnat calls for mass rally after Juma prayers demanding AL ban

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

59m ago