ভারত-পাকিস্তানের সংঘাতে প্রভাব পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট দলের সূচিতে?

Bangladesh Cricket Team

ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতময় পরিস্থিতিতে আক্রান্ত হতে পারে উপমহাদেশের ক্রিকেট। প্রভাব পড়তে পারে বাংলাদেশের আসন্ন কিছু সূচিতেও। এমন শঙ্কা উড়িয়ে দিচ্ছে না বিসিবি। তবে আপাতত পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে তারা।

সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের এশিয়া কাপ এবং বাংলাদেশের বিপক্ষে ভারতের সাদা বলের সফর অনিশ্চিত। প্রতিবেদনে একটি বেনামী সূত্রের উদ্ধৃতি দেওয়া হয়েছে। এরমধ্যে গত রাতে পাকিস্তানের সীমান্ত এলাকায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পরিস্থিতি কোনদিকে মোড় নেয় তা নিয়ে উদ্বিগ্ন বিসিবি।

আসছে ১৭ ও ১৯ মে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ।  এরপর ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত ফয়সালাবাদ ও লাহোরে পাকিস্তানের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে অংশ নিতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে লিটন দাসের দল।

সংঘাতময় পরিস্থিতিতে সফরটি নিয়ে কিছু সংশয় তৈরি হয়েছে। বিসিবির একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেছেন তারা পরিকল্পনা অনুযায়ীই এগুচ্ছেন, 'এটি গতকাল ঘটেছে এবং এই ঘটনাগুলির  সঙ্গে সম্পর্কিত কিছু নিয়ে আমরা আলোচনা করিনি। আমাদের জানানো হয়নি যে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে না।'

'অবশ্যই অনেক কিছু স্থগিত বা পরিবর্তনের সম্মুখীন হতে পারে কারণ এটি কেবল ক্রিকেটকেই প্রভাবিত করে না, সব কিছুকেই করে।'

বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে যে গতকালের সংঘাতের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি এয়ারলাইন ফ্লাইটগুলির রুট পরিবর্তন করছে বা বাতিল করছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুই ডজন বাণিজ্যিক ফ্লাইটকে পাকিস্তান আকাশসীমা এড়িয়ে চলতে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশের সামনে একটি ব্যস্ত ক্রিকেট সূচি। পাকিস্তান সিরিজের পর টাইগাররা শ্রীলঙ্কা সফর করবে। এরপর, পাকিস্তান ফিরতি সফরে জুলাই মাসে বাংলাদেশে আসবে, যা এফটিপি সূচির বাইরের একটি সিরিজ এবং এর পরপরই ভারতীয় দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা।

১৩ অগাস্ট ভারতীয় দলের বাংলাদেশে পা রাখার সূচি ঠিক হয়ে আছে। তবে নিরাপত্তা সংকট তৈরি হলে বদলে যেতে পারে সব কিছু।

Comments

The Daily Star  | English

Secretariat staff observe one-hour work abstention

The protest, held from 10am to 11am, was organised by the Bangladesh Secretariat Officers and Employees Unity Forum

17m ago