১৭ মে থেকে আবার শুরু হচ্ছে আইপিএল

ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সংঘর্ষের কারণে এক সপ্তাহের জন্য স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হতে যাচ্ছে। আগামী ১৭ মে থেকে মাঠে গড়াবে এই আসর। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং পরমাণু শক্তিধর এই দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার জানিয়েছেন আয়োজকেরা।

গত শুক্রবার আইপিএল গভর্নিং কাউন্সিল, ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে টুর্নামেন্টটি সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কারণ দু'দেশের মধ্যে সাম্প্রতিক দশকের সবচেয়ে ভয়াবহ সামরিক উত্তেজনা চলছিল।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, 'সরকার ও নিরাপত্তা সংস্থাসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বিস্তৃত পরামর্শের ভিত্তিতে বোর্ড মৌসুমের বাকি অংশ চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মোট ১৭টি ম্যাচ ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে, যার শুরু ১৭ মে ২০২৫ থেকে এবং ফাইনাল ৩ জুন ২০২৫-এ অনুষ্ঠিত হবে। সংশোধিত সময়সূচিতে রবিবারে দুটি ম্যাচ থাকবে।'

নতুন সূচি অনুযায়ী, মোট ১৭টি ম্যাচ ৬টি শহরে অনুষ্ঠিত হবে—বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনৌ, মুম্বাই এবং আহমেদাবাদে। বাকি থাকা ১২টি গ্রুপপর্বের ম্যাচ ছাড়াও থাকবে প্লে-অফ ও ফাইনাল। ১৭ মে ২০২৫ থেকে শুরু হয়ে ৩ জুন ফাইনাল ম্যাচ শেষ হবে এই আসর। তবে প্লে-অফ ম্যাচগুলোর ভেন্যু পরে ঘোষণা করা হবে।

আইপিএল স্থগিত হওয়ার পেছনে ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা। ভারত সম্প্রতি পাকিস্তানে একাধিক স্থানে হামলা চালায়, যেগুলো তারা 'সন্ত্রাসী ঘাঁটি' হিসেবে চিহ্নিত করে। এই হামলা ছিল কাশ্মীরের এক প্রাণঘাতী হামলার জবাবে, যেখানে ভারত দাবি করে, পাকিস্তান সরাসরি জড়িত।

পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করলেও দুই দেশের মধ্যে সীমান্তে তীব্র গুলি ও শেল ছোড়ার ঘটনা ঘটে, উভয় পক্ষই ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একে অপরের আকাশসীমায়, যার ফলে বহু মানুষের প্রাণহানি ঘটে। তবে শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি কূটনৈতিক সমঝোতা হওয়ার পর রোববার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Bangladesh’s forex reserves cross $25b again

However, as per BB’s calculation, the figure stands at $30.07 billion

3h ago