পিএসএলও ফিরছে ১৭ মে, পিছিয়ে যেতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

ছবি: এএফপি

ভারত-পাকিস্তানের সংঘাতময় পরিস্থিতিতে স্থগিত থাকার পর আইপিএলের মতন পাকিস্তান সুপার লিগও (পিএসএল) পুনরায় চালু হচ্ছে ১৭ মে। পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নাকভি মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন।

পিএসএলের দশম আসরের আর বাকি আছে ৮ ম্যাচ। এই ম্যাচগুলো ১৭ থেকে ২৫ মে'র মধ্যে আয়োজিত হতে যাচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশ দলের আসন্ন পাকিস্তান সফর পিছিয়ে যাওয়া অনেকটাই নিশ্চিত।

মঙ্গলবার নিজের এক্স হেন্ডেলে পোস্ট করে নাকভি বলেন, 'পিএসএল যেখানে থেমেছিলো সেখান থেকেই শুরু হবে। ক্রিকেটের চেতনার মধ্যে কোন ভীতি আর নেই। ১৭ মে থেকে ৮টা রোমাঞ্চরক ম্যাচের জন্য প্রস্তুত হোন। ফাইনাল হবে ২৫ মে।'

২১ মে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশ দলের। সূচি অনুযায়ী ফয়সালাবাদে ২৫ মে শুরু হবে প্রথম ম্যাচ। কিন্তু পিএসএল ফাইনাল যদি একই দিন থাকে তাহলে সেদিন এই সিরিজ শুরুর বাস্তবতা নেই। 

এই ব্যাপারে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু দ্য ডেইলি স্টারকে বলেছেন এখনো পাকিস্তান থেকে আনুষ্ঠানিক কিছু জানতে পারেননি তারা, জানার পর পরের সিদ্ধান্ত আসবে, 'তারা এখন অফিসিয়ালি জানায়নি। জানালে বিসিবি সরকারের আলোচনা করে সিদ্ধান্ত নেবে।'

গত শুক্রবার (৯ মে) ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় বন্ধ হয়ে যায় পিএসএল। বিদেশি ক্রিকেটাররা পার করেন আতঙ্কের সময়। বিশেষ ব্যবস্থায় তাদের পাকিস্তান থেকে বের করা হয়। এরমধ্যে বাংলাদেশের নাহিদ  রানা ও রিশাদ হোসেনও ছিলেন। 

পিএসএল ফের শুরু হলেও বিদেশি ক্রিকেটাররা সবাই খেলতে পাকিস্তানে যাবেন কিনা তা নিশ্চিত নয়। 

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

22m ago