আজ বাংলাদেশের খেলা কখন, দেখা যাবে কোথায়?

প্রায় পাঁচ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের শারজায় স্বাগতিক দলের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শুরু হচ্ছে আজ রাতে।
আজ (১৭ মে) বাংলাদেশ সময় রাত ৯টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত প্রথম টি-টোয়েন্টিয়ে লড়বে। আমিরাতে থাকা স্থানীয় প্রবাসীরা ম্যাচটি মাঠে গিয়ে দেখার সুযোগ পাবেন।
যারা বাংলাদেশে বসে এই খেলাটি সরাসরি দেখতে চান, তাদের জন্য সুখবর হচ্ছে বেসরকারি চ্যানেল টি-স্পোর্টস (T Sports) চ্যানেলটি খেলাটি সরাসরি সম্প্রচার করবে। এছাড়া, র্যাবিটহোল প্রাইম-এর ওয়েবসাইটে এবং অ্যাপেও খেলাটি লাইভ স্ট্রিমিং করা হবে।
বাংলাদেশের এই সিরিজটি ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। তাছাড়া আসন্ন পাকিস্তান সফরের আগে জড়তা কাটাতেও খেলবে। এই সিরিজ দিয়ে স্থায়ী অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হচ্ছে লিটন কুমার দাসের। তার দিকে নজর থাকবে সবার।
Comments