ওয়েস্ট ইন্ডিজের নতুন টেস্ট অধিনায়ক চেজ

roston chase

অলরাউন্ডার রোস্টন চেজ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের নতুন অধিনায়ক নিযুক্ত হয়েছেন। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডাব্লিউআই) শুক্রবার এই ঘোষণা করেছে। এর আগে ৪৯টি টেস্ট ম্যাচ খেলা এই অভিজ্ঞ ক্রিকেটার এখন দলের নেতৃত্ব দেবেন।

গত মার্চ মাসে ক্রেইগ ব্র্যাথওয়েট আচমকা অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর এই পদ ফাঁকা ছিলো। লম্বা সময় পর অবশেষে চেজের নাম ঘোষণা করা হলো। আগামী জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব দেবেন তিনি। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের অংশ।

চেজের ডেপুটি হিসেবে বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকনকে নির্বাচিত করা হয়েছে। সিডাব্লিউআই জানিয়েছে, অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে একটি বিস্তারিত মূল্যায়ন প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, যেখানে খেলোয়াড়দের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, মাঠের কৌশল, যোগাযোগ দক্ষতা এবং আচরণ সহ বিভিন্ন দিক বিবেচনা করা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি এই নিয়োগকে সমর্থন করে বলেছেন, 'আমাদের নতুন অধিনায়ক তার সতীর্থদের সম্মান অর্জন করেছেন, তিনি এই ভূমিকার দায়িত্ব বোঝেন এবং দলের ভবিষ্যৎ গড়ার জন্য প্রয়োজনীয় নেতৃত্বগুণ তার মধ্যে রয়েছে।'

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক শাই হোপ টেস্ট দলেরও অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন। তবে দীর্ঘ পরিসরে শেষ পর্যন্ত চেজকেই দায়িত্ব দেওয়া হলো।

Comments

The Daily Star  | English

Shammo murder: DMP chief pledges to end probe within a week

Says case to be sent to a special tribunal after investigation

39m ago