নাহিদ-রিশাদ দলে যোগ দেওয়ায় নাসুমকে দেশে ফেরাচ্ছে বিসিবি

ছবি: বিসিবি

ভিসা সংক্রান্ত জটিলতা কাটিয়ে লেগ স্পিনার রিশাদ হোসেন ও পেসার নাহিদ রানা যোগ দিয়েছেন বাংলাদেশ দলে। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরত আনতে যাচ্ছে।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত বুধবার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছালেও বৈধ ভিসা না থাকায় রিশাদ ও নাহিদ দুবাই বিমানবন্দরে টানা তিনদিন আটকে ছিলেন। এমন পরিস্থিতিতে গতকাল শুক্রবার জরুরি বিকল্প হিসেবে মধ্যপ্রাচ্যের দেশটিতে নাসুমকে পাঠিয়েছিল বিসিবি।

রিশাদ ও নাহিদের ভিসা সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে বাংলাদেশ সময় অনুসারে শনিবার ভোরে। এরপর তারা দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাই নাসুমকে আগামীকাল রোববার দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছে বোর্ড।

শনিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান শাহরিয়ার নাফীস দ্য ডেইলি স্টারকে বলেন, 'নাসুম আগামীকাল এখানে এসে পৌঁছাবে। রিশাদ ও নাহিদের ভিসা নিয়ে সমস্যা থাকায় আমরা কিছুটা দ্বিধায় ছিলাম। তাই ব্যাক-আপ হিসেবে গতকাল নাসুমকে আরব আমিরাতে পাঠানো হয়েছিল। এখন যেহেতু তারা ভিসা পেয়ে দলের সঙ্গে যোগ দিয়েছে, তাই নাসুম এখন ফিরে আসবে।'

তিনি আরও বলেন, 'জরুরি পরিকল্পনার অংশ হিসেবে এটি করা হয়েছিল। তারা দুজন নতুন ভিসা পাচ্ছিল না, আবার মোস্তাফিজুর রহমানও এই সিরিজের প্রথম ম্যাচ খেলার পর দল ছেড়ে চলে যাবে (আইপিএলে)। তাই মূলত ব্যাক-আপ হিসেবে নাসুমকে নেওয়া হয়েছিল।'

বিসিবি যখন নাসুমকে আরব আমিরাতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল, তখন তিনি সিলেটে বাংলাদেশ 'এ' দলের সঙ্গে ছিলেন। তবে নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচের সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের একাদশে জায়গা হয়নি তার।

Comments

The Daily Star  | English

Bus-truck owners threaten 72-hour strike

They have announced the strike to press home their eight-point demands

1h ago