৯ ছক্কায় পারভেজের রেকর্ডগড়া সেঞ্চুরিতে বাংলাদেশের পুঁজি ১৯১ রান

ছবি: এমিরেটস ক্রিকেট বোর্ড

মতিউল্লাহ খানের স্লোয়ার ডেলিভারি লেগ সাইডে ঠেলে সিঙ্গেল নিলেন পারভেজ হোসেন ইমন। রান পূর্ণ করে ভাসলেন আনন্দের জোয়ারে। আর তা করবেন নাই বা কেন! ছক্কার মালা গেঁথে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি হাঁকালেন তিনি। এই বাঁহাতি ওপেনারের ব্যাটে চড়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বড় পুঁজি গড়ল সফরকারীরা।

শনিবার শারজাহতে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করেছে বাংলাদেশ দল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯১ রান জমা করেছে তারা।

সেখানে মূল অবদান ওপেনিংয়ে নেমে শেষ ওভার পর্যন্ত ক্রিজে থাকা পারভেজের। মাত্র ৫৪ বলে ঠিক ১০০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে ৫ চার ও ৯ ছক্কা। আট ম্যাচের ক্যারিয়ারে এটিই তার প্রথম পঞ্চাশোর্ধ্ব ইনিংস।

এতদিন বাংলাদেশের জার্সিতে একমাত্র টি-টোয়েন্টি সেঞ্চুরি ছিল তামিম ইকবালের। বলাই বাহুল্য, এই সংস্করণে দলটির হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিকও ছিলেন তিনি। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ধর্মশালায় ওমানের বিপক্ষে ৬৩ বলে অপরাজিত ১০৩ রান করেছিলেন তিনি। সেদিন তিনি শতক স্পর্শ করেছিলেন ৬০ বলে।

এবার তামিমের সঙ্গী হওয়ার পাশপাশি সাবেক এই ব্যাটারকে ছাড়িয়ে গেলেন ২২ বছর বয়সী পারভেজ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন তার। এই ম্যাচে মারমুখী ব্যাটিংয়ে ২৮ বলে ফিফটি পূরণের পর শতক ছুঁতে তাকে খেলতে হয় মাত্র ৫৩ বল। পাশাপাশি এই সংস্করণে বাংলাদেশের জার্সিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও নিজের করে নিলেন পারভেজ। এই কীর্তি এতদিন ছিল রিশাদ হোসেনের দখলে। গত বছর সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে ৩০ বলে ৫৩ রানের ইনিংসে ৭ ছক্কা মেরেছিলেন তিনি।

দুই রেকর্ড গড়ার পথে ভাগ্যের সহায়তাও পেয়েছেন পারভেজ। আরব আমিরাতের অভিষিক্ত পেসার মতিউল্লাহর করা ১৭তম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে লং-অফে ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু নো বল হওয়ায় বেঁচে যান তখন ৮৪ রানে থাকা এই ব্যাটার। আরেকটি সুযোগ পেয়ে এরপর কাজে লাগাতে কোনো ভুল করেননি তিনি।

সেঞ্চুরির পরপরই অবশ্য আউট হয়ে যান পারভেজ। ২০তম ওভারের প্রথম বলে তাকে বোল্ড করে দেন মুহাম্মদ জাওয়াদউল্লাহ। তিনি মূলত একাই টানেন বাংলাদেশ দলকে। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে অতিরিক্ত খাত থেকে।

বাংলাদেশের হয়ে আরও চারজন দুই অঙ্কে গেলেও ইনিংস বড় করতে পারেননি। তাওহিদ হৃদয় চারে নেমে ১৫ বলে করেন ২০ রান। তার সঙ্গে তৃতীয় উইকেটে পারভেজের জুটি ছিল ৩২ বলে ৫৮ রানের। পূর্ণাঙ্গ মেয়াদে অধিনায়কত্বের অভিষেকে রান পাননি ব্যাট হাতে ছন্দের অভাবে ভুগতে থাকা লিটন দাস। তিন নম্বরে নেমে ৮ বলে ১১ রান করে আউট হয়ে যান তিনি।

এই ইনিংসে সব মিলিয়ে মোট ১৩ ছক্কা মেরেছে বাংলাদেশ। এটি এই সংস্করণে দলটির সর্বোচ্চ। এর আগে দুবার কোনো ম্যাচে ১২টি করে ছক্কা হাঁকিয়েছিল তারা, ২০১৮ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ও ২০২০ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে।

আরব আমিরাতের বাঁহাতি পেসার জাওয়াদউল্লাহ করেন দারুণ নিয়ন্ত্রিত বোলিং। ৪ ওভারের কোটা পূর্ণ করে মাত্র ২১ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি। এছাড়া, ধ্রুব পরাশর, মুহাম্মদ জুহাইব ও মতিউল্লাহ একটি করে উইকেট নেন।

Comments

The Daily Star  | English

Former CEC ATM Shamsul Huda passes away at 83

As CEC, Huda oversaw the ninth parliamentary elections in 2008

18m ago