আইপিএলের প্লে অফ: স্পট বাকি একটি, লড়াইয়ে তিন দল

দিল্লি ক্যাপিটালসকে গতরাতে গুজরাট টাইটান্স ১০ উইকেটে উড়িয়ে দেওয়ায় প্লে অফে তিন দলের জায়গা নিশ্চিত হয়ে গেছে। গুজরাট তো বটেই প্লে অফ নিশ্চিত করেছে পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চতুর্থ স্পটের জন্য লড়াইয়ে আছে তিন দল।

সমান ১২ ম্যাচ খেলে গুজরাটের পয়েন্ট ১৮, পাঞ্জাব ও বেঙ্গালুরুর ১৭। নিজেদের শেষ দুই ম্যাচে যা কিছু ঘটুক না কেন তাদের শেষ চার নিশ্চিত। এই দলগুলো এবার প্রথম কোয়ালিফায়ারের জন্য বাকি দুই ম্যাচ লড়বে।

অরুন জেটলি স্টেডিয়ামে শনিবার রাতে মোস্তাফিজুর রহমানদের ১৯৯ রান কোন উইকেট না হারিয়েই তুলে নেয় গুজরাট। নিজেদের মাঠে এই বড় হারের ধাক্কায় বেশ অস্বস্তিতে দিল্লি।

টেবিলের পাঁচে থাকা দিল্লির ১২ ম্যাচ থেকে সংগ্রহ ১৩ পয়েন্ট, সমান ম্যাচে মুম্বাইর পয়েন্ট ১৪। অর্থাৎ এই দুই দলের সামনেই প্লে অফ খেলার বেশ বড় সুযোগ। এখনো ১০ পয়েন্টে থেকে লখনউ  সুপার জায়ান্টেরও সুযোগ আছে। কারণ তাদের বাকি আরও ৩ ম্যাচ।

দেখে নেওয়া যাক কার সুযোগ কতটা

মুম্বাই ইন্ডিয়ান্স: ম্যাচ খেলেছে: ১২, পয়েন্ট: ১৪, নেট রান রেট: ১.১৫৬

বাকি ম্যাচ: দিল্লি (হোম), পাঞ্জাব (জয়পুর)

গুজরাটের কাছে দিল্লির পরাজয়ের মানে হলো তাদের পরের ম্যাচ বুধবার মুম্বাইর বিপক্ষে। যেটা বাঁচা-মরার লড়াই। মুখোমুখি লড়াইয়ে মুম্বাই যদি নিজেদের মাঠে দিল্লিকে হারায় তবে নিশ্চিতভাবে তারা প্লে অফে চলে যাবে।  কারণ দিল্লি শেষ ম্যাচ জিতলেও সর্বোচ্চ ১৫ পয়েন্টে পৌঁছাতে পারবে।

লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) যদি তাদের বাকি তিনটি ম্যাচ জেতে তাহলে ১৬ পয়েন্টে পৌঁছাতে পারে, কিন্তু তাদের নেট রান রেট (-০.৪৬৯), যা মুম্বার থেকে এতটাই পিছিয়ে যে তাদের ধরা প্রায় অসম্ভব।  এমনকি যদি তারা তাদের ম্যাচগুলো ৩০০ রানের ব্যবধানে জেতে এবং মুম্বাই দিল্লিকে মাত্র ১ রানে হারায়, তবুও হবে না যদি না পাঞ্জাব শেষ ম্যাচে মুম্বাইকে কমপক্ষে ৭০ রানের ব্যবধানে না হারায়।

সহজভাবে বলতে গেলে, মুম্বাই দিল্লিকে হারালেই প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করবে। তবে যদি তারা হারে, তাহলে হিসেব হাতের বাইরে চলে যাবে কারণ দিল্লি তখন পাঞ্জাবকে হারিয়ে ১৭ পয়েন্টে পৌঁছে চতুর্থ স্থান নিশ্চিত করতে পারবে।  তবে যদি দিল্লি পাঞ্জাবের কাছে হারে, তাহলে মুম্বাই ১৬ পয়েন্ট নিয়েও যোগ্যতা অর্জন করতে পারবে যদি তারা পাঞ্জাবকে হারায়। মুম্বাই শেষ দুই ম্যাচ হারলে তো কথাই নেই, বিদায়।

দিল্লি ক্যাপিটালস ম্যাচ খেলেছে: ১২, পয়েন্ট: ১৩, নেট রান রেট: ০.২৬০

বাকি ম্যাচ: মুম্বাই (অ্যাওয়ে), পাঞ্জাব (জয়পুর)

গুজরাটের বিপক্ষে জিতলে প্লে অফের একদম কাছে চলে যেত দিল্লি। এই হারে তারা এখন ঝুলছে সুতোর উপর।  প্রথমত, রেসে টিকে থাকতে হলে পরের ম্যাচে তাদের মুম্বাইকে হারাতেই হবে। যদি তারা এরপর পাঞ্জাবকেও হারায়, তাহলে তারা নিশ্চিতভাবে যোগ্যতা অর্জন করবে। তবে যদি তারা মুম্বাইকে হারায় কিন্তু পাঞ্জাবের কাছে হারে, তাহলে তাদের আশা করতে হবে যে মুম্বাইও যেন পাঞ্জাবের কাছে হারে।

লখনউ সুপার জায়ান্টস ম্যাচ খেলেছে: ১১, পয়েন্ট: ১০, নেট রান রেট: -০.৪৬৯

লখনউ আসলে কাগজে কলমেই টিকে আছে। শেষ তিন ম্যাচে তারা যদি সবগুলোই জিতে তাও নিশ্চিত হবে না। তাদের আশা করতে হবে মুম্বাই ও দিল্লিও যেন তাদের বাকি দুই ম্যাচ জিতে। মুম্বাই দুই ম্যাচের একটা জিতলেই আর লখনউর আশা শেষ। কারণ নেট রানরেট দিয়ে হিসেব মেলানোর বাস্তবতাই দাঁড়িয়ে নেই দলটি।

Comments

The Daily Star  | English
Ahsan Khan Chowdhury on national budget 2025

Budget falls short on raising industrial competitiveness

The government must prioritise boosting the competitiveness of all industries if it wants to create more jobs, capture a bigger share of global markets, and strengthen the economy.

12h ago