বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Litton Das and Agha Salman

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে কদিন আগে তিন ম্যাচেই টস হেরেছিলেন লিটন দাস, হতাশাজনকভাবে সিরিজও হারে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও টস ভাগ্য পক্ষে আসেনি তার। টস জিতে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে  প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতলে আগে ফিল্ডিং নিতেন বলে জানান লিটন। সেদিক থেকে খুব একটা হতাশ হওয়ার কথা নয় তার। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে যে একাদশ খেলিয়েছিলো বাংলাদেশ, সেই একাদশে কোন বদল আনা হয়নি।

অর্থাৎ তিন পেসার, দুই স্পিনারের সঙ্গে ছয় বিশেষজ্ঞ ব্যাটার নিয়ে খেলতে নেমেছে লাল সবুজের প্রতিনিধিরা। 

যা বললেন দুই অধিনায়ক

'আমরা প্রথমে ব্যাট করে একটা ভালো স্কোর গড়তে চাই, যা প্রতিপক্ষকে চাপে ফেলবে। আমার মনে হয় উইকেটটা বেশ ভালো। এটা খুব একটা বদল হয় না (পরের দিকে)।' - সালমান আলি আঘা

'আমি মনে করি, সংযুক্ত আরব আমিরাত সিরিজে আমরা ভালো খেলেছি কিন্তু দুর্ভাগ্যবশত সিরিজ জিততে পারিনি। তবে এটা একটা নতুন খেলা, নতুন মাঠ, আর সবকিছুই নতুন করে শুরু হচ্ছে। এই ম্যাচে আমাদের ব্যাটিং এবং ফিল্ডিং—দুই বিভাগেই খুব ভালো করতে হবে।'- লিটন দাস

লাহোরের যে মাঠে খেলা হচ্ছে, এই মাঠের উইকেটে কদিন আগেই পিএসএলে হয়েছে প্রচুর রান। এই ম্যাচেও বড় রান দেখা যেতে পারে। 

এই সিরিজে ডিআরএস নেই, কাজেই মাঠের আম্পায়ারের কোন সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে পারবেন না ক্রিকেটাররা।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম। 

পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আলি আঘা, হাসান নাওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলিম হারিস রউফ, আবরার আহমেদ।

 

Comments

The Daily Star  | English

Nahid calls for preparations for another mass uprising if ‘old game’ doesn’t end

He made these remarks during a street rally at Chashara intersection, Narayangaj

1h ago