বাংলাদেশ সফরে আলো ছড়িয়ে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে চার ক্রিকেটার

adithya ashok

বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে খেলতে এসে চারদিনের সিরিজ জিতে যায় নিউজিল্যান্ড 'এ' দল। ওয়ানডেতে হারলেও কয়েকজন ছড়ান আলো। বিশেষ করে মিচ হে, মুহাম্মদ আব্বাস, জ্যাক ফোকস এবং আদিত্য অশোক দেখান ঝলক। এর পুরস্কারও পেয়ে গেলেন তারা। এই চারজনকে নতুন কেন্দ্রীয় চুক্তিতে যুক্ত করেছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড ক্রিকেট মঙ্গলবার (৩ জুন) ২০২৫-২৬ মৌসুমের জন্য ঘোষিত ২০ সদস্যের তালিকায় গত মৌসুমে চুক্তিবদ্ধ থাকা টিম সাউদি, ইশ সোধি, এজাজ প্যাটেল এবং জশ ক্লার্কসনের জায়গায় নতুন চারজনকে নিয়েছে। সামনের মৌসুমে বেশি টেস্ট না থাকায় এজাজ ও সোধিকে চুক্তিতে রাখা হয়নি।  এদিকে, কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, টিম সাইফার্ট এবং লোকি ফার্গুসনের মতো খেলোয়াড়দের জন্য ক্যাজুয়াল প্লেয়িং চুক্তির বিষয়ে আলোচনা চলছে।

অশোক ২০২৩ সালে অভিষেকের পর প্রথমবারের মতো চুক্তিতে এসেছেন। অন্যদিকে হে এবং আব্বাস তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের দারুণ সূচনা করেছেন দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে। হে গত নভেম্বরে শ্রীলঙ্কায় তার অভিষেক সফরে একটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ছয়টি ডিসমিসাল করে উইকেটকিপিংয়ে বিশ্ব রেকর্ড গড়েন। আব্বাস পাকিস্তানের বিপক্ষে তার ওয়ানডে অভিষেকের ম্যাচে ২৬ বলে ৫২ রান করে রেকর্ড ভাঙেন, যা পুরুষদের ফরম্যাটে একজন অভিষিক্তের দ্রুততম ফিফটি।

নির্বাচন প্রক্রিয়াটি ব্রায়ান স্ট্রোনাচ (চিফ হাই পারফরম্যান্স অফিসার) দ্বারা পরিচালিত হয়েছিল এবং এনজেডসি এটি তদারকি করেছে। এতে নিউজিল্যান্ড পুরুষ দলের প্রধান কোচ গ্যারি স্টেড, নির্বাচক স্যাম ওয়েলস, সহকারী কোচ জ্যাকব ওরাম এবং লুক রনচি এবং পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডেল যুক্ত ছিলেন।

বিবৃতিতে, এনজেডসি জানিয়েছে, 'টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ঘরোয়া ও আন্তর্জাতিক পারফরম্যান্সের একটি পরিসংখ্যানগত পর্যালোচনা র‌্যাঙ্কিংকে প্রভাবিত করেছে। চূড়ান্ত ২০ জন খেলোয়াড়কে তাদের অতীত পারফরম্যান্স, ২০২৫-২৬ মৌসুমের সময়সূচী এবং নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করার সম্ভাবনার ভিত্তিতে নির্বাচন করা হয়েছে।'

এনজেডসি'র প্রধান নির্বাহী স্কট উইনিক নতুন সংযোজনগুলিকে নিউজিল্যান্ড ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত হিসেবে প্রশংসা করেছেন, 'মিচ, মুহাম্মদ, আদি এবং জ্যাকের সাথে চুক্তিগুলি আমাদের সিস্টেমে আসা অবিশ্বাস্য প্রতিভাকে প্রতিফলিত করে। এই খেলোয়াড়রা দেখিয়েছে যে তারা সর্বোচ্চ স্তরে প্রতিযোগিতা করতে পারে এবং ব্ল্যাকক্যাপসের প্রতিনিধিত্ব করার তাদের ক্ষুধা উত্তেজনাপূর্ণ।'

'এই গ্রুপটিকে আমাদের দলকে এগিয়ে নিয়ে যেতে দেখে আনন্দিত। তালিকাটি আমাদের প্রতিভার গভীরতা এবং বহুমুখিতাকে তুলে ধরেছে। ফেব্রুয়ারিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ একটি ব্যস্ত মৌসুম সামনে রয়েছে, এই খেলোয়াড়রা তাদের ছাপ ফেলতে এবং নিউজিল্যান্ড জুড়ে ভক্তদের অনুপ্রাণিত করতে প্রস্তুত।'

২০২৫-২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা:

মুহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস, মিচ হে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইলিয়াম ও'রর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, নাথান স্মিথ, উইল ইয়াং।

Comments

The Daily Star  | English
Dhaka traffic jam Jamaat rally 2025

Dhaka choked by gridlock as thousands head to Jamaat’s rally

Around 10,000 Jamaat volunteers were deployed to manage the crowd and coordinate traffic flow, particularly around Shahbagh

1h ago