ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে তানজিদ-ইমন

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলেও দলের সর্বোচ্চ রান করে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন তানজিদ হাসান তামিম। এগিয়েছেন শেষ ম্যাচে ফিফটি পাওয়া পারভেজ হোসেন ইমনও। ২৮ ধাপ করে এগিয়ে দুই জনই অবস্থান করছেন ক্যারিয়ার সেরা অবস্থানে।

বুধবার পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। পাকিস্তানে প্রতি ম্যাচেই ভালো শুরু করে যথাক্রমে ৩১, ৩৩ ও ৪২ রানের সুবাদে র‍্যাঙ্কিংয়ে ৫৩তম স্থানে স্থানে উঠে এসেছেন তানজিদ। আর প্রথম দুই ম্যাচে ৪ ও ৮ রান করা ইমন শেষ টি-টোয়েন্টিতে খেলেন ৬৬ রানের ইনিংস। তাতে সেরা একশতে ঢুকে তিনি আছেন ৯৫তম স্থানে।

অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের দারুণ পুরস্কার পেয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হারিস। সবশেষ আইসিসি পুরুষদের র‍্যাঙ্কিং আপডেটে বিশাল বড় লাফ দিয়েছেন তিনি। টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে তিনি এক লাফে ২১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩০ নম্বরে!

সিরিজ সেরার পুরস্কার পাওয়া হারিস তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৪৬ বলে অপরাজিত ১০৭ রানের ঝড়ো ইনিংস খেলেন, যা পাকিস্তানের ৩-০ সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিন ম্যাচে তিনি ২০১.১২ স্ট্রাইক রেটে ১৬৭ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। প্রথম দুই ম্যাচেও খেলেন ৪১ ও ৩১ রানের দুটি কার্যকর ইনিংস।

এছাড়াও সতীর্থ হাসান নাওয়াজও দারুণ একটি সিরিজ কাটিয়েছেন, ১৯৮.৩৬ স্ট্রাইক রেটে ১২১ রান করে তিনি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ৫৭ ধাপ এগিয়ে যৌথভাবে ৪৫ নম্বরে উঠে এসেছেন। অধিনায়ক সালমান আলি আগা ৪২ ধাপ এগিয়ে হয়েছেন ৭৫তম।

বোলিংয়ে পাকিস্তানের আব্বাস আফ্রিদি শেষ ম্যাচে ২৬ রানে ২ উইকেট নেওয়ায় ১৮ ধাপ এগিয়ে যৌথভাবে ১৯তম স্থানে উঠে এসেছেন, যেখানে আছেন দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়া ও পাকিস্তানের হারিস রউফ। অলরাউন্ডার শাদাব খান ব্যাট-বলের ভারসাম্যপূর্ণ পারফরম্যান্সের সুবাদে ১০ ধাপ এগিয়ে এখন টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ১৪তম স্থানে।

অন্যদিকে, ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও দেখা গেছে বড় পরিবর্তন। জো রুট ফিরে পেয়েছেন তাঁর পুরনো ছন্দ। দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ১৬৬ রানের ম্যাচজয়ী ইনিংসসহ পুরো সিরিজে ২৬৭ রান করে তিনি ১৪ ধাপ এগিয়ে যৌথভাবে ২৪তম স্থানে উঠেছেন। বেন ডাকেট তিন ধাপ এগিয়ে হয়েছেন ১৭তম, আর নতুন অধিনায়ক হ্যারি ব্রুক ধারাবাহিক অবদানে ১৫ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে।

ওয়েস্ট ইন্ডিজের কেসি কার্টি চতুর্থ ওয়ানডে সেঞ্চুরির মাধ্যমে ৪ ধাপ এগিয়ে এখন ১২তম, তিনি এখন কেবল সতীর্থ শাই হোপ ও আফগানিস্তানের ইব্রাহিম জাদরানের নিচে অবস্থান করছেন।

বোলিংয়েও ঘটেছে নাটকীয় রদবদল। আদিল রশিদ সিরিজে ৯ উইকেট নিয়ে উঠে এসেছেন ১৯ নম্বরে, আর সাকিব মাহমুদ ৮২ ধাপ লাফিয়ে উঠে এসেছেন ৪৮ নম্বরে। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ নয় ধাপ এগিয়ে এখন বোলিংয়ে ১৮তম এবং অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে যৌথভাবে ২১তম স্থানে।

Comments

The Daily Star  | English

Shut down Awami League offices in India: Dhaka to Delhi

Foreign ministry says attention of Bangladesh govt has been drawn to reported establishment of AL offices in Delhi, Kolkata

2h ago