টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

রাবাদার ঝাঁজে অল্প রানেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়া

Kagiso Rabada

ইংলিশ গ্রীষ্মে টস জিতে মেঘলা সকালে কাগিসো রাবাদার হাতে বল তুলে দেন টেম্বা বাভুমা। দক্ষিণ আফ্রিকার সেরা পেসার কন্ডিশনের সুযোগ কাজে লাগান দারুণভাবে,  দেখান গতি আর স্যুয়িংয়ের ঝাঁজ। প্রথম স্পেলে জোড়া আঘাত দিয়ে দুরন্ত শুরু আনা এই পেসার শেষটাও মুড়ে দেন। তার পাঁচ শিকারের দিনে প্রথম ইনিংসে দুইশোর পেরিয়েই থেমে গেছে অস্ট্রেলিয়া।

বুধবার লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগে ব্যাটিং পেয়ে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া চা-বিরতির খানিক পর গুটিয়ে গেছে ২১২ রানে। ১৫.৪ ওভার বল করে ৫১ রানে ৫ উইকেট নেন রাবাদা। বাঁহাতি পেসার মার্কো ইয়ানসেন ৪৯ রানে পান ৩ উইকেট।

ম্যাচের সপ্তম ওভারেই উইকেট পান রাবাদা। রাবাদার বেরিয়ে যাওয়া বলে স্লিপে ক্যাচ দেন উসমান খাওয়াজা। তিনে নামা ক্যামেরন গ্রিন দুই বল টিকে ক্যাচ দেন ওই স্লিপে।

তৃতীয় উইকেটে মারনাশ লাবুশানের সঙ্গে স্টিভেন স্মিথ ৩০ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টায় ছিলেন। ইয়ানসেন ভাঙেন এই জুটি। লাবুশানের পর দ্রুতই ফেরান বিপদজনক ট্রেভিস হেডকে।

অভিজ্ঞ স্মিথ বাউ ওয়েবস্টারকে নিয়ে দাঁড়িয়ে যাচ্ছিলেন। জুটিটি পঞ্চাশ পেরিয়ে বড় কিছুর দিকে এগুচ্ছিলো। ৭৯ রানের জুটির পর ৬৬ করা স্মিথ ফেরেন বাজে শটে। অনিয়মিত স্পিনার এইডেন মার্করামের বলে ড্রাইভ করতে গিয়ে দেন স্লিপে ক্যাচ।

কেশব মহারাজ আলেক্স কেয়ারিকে ফেরানোর পর ইয়ানসেন ও রাবাদা মিলে অজিদের লেজ মুড়ে দেন দ্রুত।

Comments

The Daily Star  | English

Thailand and Cambodia agree to 'unconditional' ceasefire

Thailand and Cambodia will enter into an unconditional ceasefire starting at midnight on Monday

21m ago