শান্তর কাছে ডাবল সেঞ্চুরি প্রত্যাশা মুশফিকের

ছবি: এএফপি

মাত্র ৪৫ রানে ৩ উইকেট পতনের পর চাপ সামলে নিল বাংলাদেশ দল। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের রেকর্ড জুটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়াল তারা। খরা কাটিয়ে দুর্দান্ত ব্যাটিংয়ে দুজনই সেঞ্চুরি তুলে নিয়ে দিনশেষে আছেন অপরাজিত। এরপর সংবাদ সম্মেলনে মুশফিক জানালেন, শান্তর কাছে আরও বড় প্রত্যাশা রয়েছে তার।

গলে সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথম দিনে আগে ব্যাট করে ৩ উইকেটে ২৯২ রান করেছে বাংলাদেশ। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিতে ২৬০ বলে ১৪ চার ও এক ছক্কায় ১৩৬ রানে খেলছেন শান্ত। এই সংস্করণে দ্বাদশ সেঞ্চুরিতে ১৮৬ বলে পাঁচ চারে মুশফিক ক্রিজে আছেন ১০৫ রানে। তাদের জুটিতে ২৪৭ রান এসেছে ৪৪৩ বলে। টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ উইকেটে এটা বাংলাদেশের সেরা জুটি।

২০২৩ সালের নভেম্বরের পর (নিউজিল্যান্ডের বিপক্ষে) প্রথমবারের মতো টেস্টে সেঞ্চুরির স্বাদ পেয়েছেন বাঁহাতি শান্ত। তার তিন অঙ্ক ছোঁয়ার মুহূর্তে মুশফিকের উচ্ছ্বাসই যেন ছিল বেশি। দুই হাত ছড়িয়ে উদযাপন করতে দেখা যায় তাকে। কিছুক্ষণ পর তিনি নিজেও সেঞ্চুরি পূর্ণ করেন। টেস্টে টানা গত ১৩ ইনিংসে পঞ্চাশ স্পর্শ করতে না পারা ডানহাতি ব্যাটার আপাতত পেরিয়ে গেছেন বাজে সময়।

দিনের খেলা শেষে শান্তকে প্রশংসায় ভাসিয়ে মুশফিক বলেছেন, 'শান্ত বেশ কিছুদিন ধরেই ভালো ফর্মে আছে। তার টেস্ট রেকর্ড বেশ ভালো। সে একজন ভালো ব্যাটার। তাই তার জন্য এটা আলাদা কিছু ছিল না। আজ ব্যাটিংয়ে তার নিয়ন্ত্রণ দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। কয়েক বছর আগে ক্যান্ডিতে (২০২১ সালের এপ্রিলে) সে সেঞ্চুরি করেছিল। কিন্তু আজ আমার মনে হয়েছে, এটাই তার ব্যাটিংয়ের সঠিক পন্থা। যখন বেশিরভাগ শটে নিয়ন্ত্রণ থাকে, তখন এই ধরনের নিখুঁত ইনিংস খেলা গুরুত্বপূর্ণ। এটি পরবর্তী ব্যাটারদের আত্মবিশ্বাস দেবে।'

উইকেটে থাকা দুজনের কাছেই আগামীকাল আরও ভালো কিছুর প্রত্যাশা থাকবে বাংলাদেশের ভক্তদের। মুশফিক যেমন ডাবল সেঞ্চুরি চাইছেন শান্তর কাছ থেকে, 'যেহেতু টেস্টে শান্তর ডাবল সেঞ্চুরি নেই, তাই এবারই কেন সে একটা ডাবল সেঞ্চুরি করার লক্ষ্য রাখবে না? ২০০ হোক বা ২৫০, সে যা রানই করতে পারুক না কেন, এটা আমাদের জন্য একটা বড় সুবিধা হবে।'

দ্রুত ৩ উইকেট হারানোর পর নিজেরা বড় জুটি গড়ে যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, তা নিয়ে সন্তুষ্ট মুশফিক, 'এটা সত্যিই একটা সন্তোষজনক চেষ্টা ছিল আমাদের দিক থেকে। দেশের হয়ে এত বছর খেলার পর কেউই অল্প রানে ফিরতে চায় না। প্রতিটি খেলায় রান করা সম্ভব নয়। কিন্তু যখন আপনি বারবার সঠিক কাজ করবেন, আশা করবেন যে, একদিন বড় স্কোর আসবে। যখন তা আসবে, তখন আপনাকে নিশ্চিত করতে হবে যে, এটা যেন মূল্যবান হয়।'

শান্তর কাছে ডাবল সেঞ্চুরি চাওয়া মুশফিক নিজের ইনিংসকে কোথায় নেওয়া আশায় আছেন? তিনি জবাব দিয়েছেন, 'আমার ব্যাটিং এখনও শেষ হয়নি। ইনিংসটা আগামীকাল যতটা পারি বড় করার চেষ্টা করব।'

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

2h ago