সৌম্যকে নিয়ে লিপুর সতর্কবার্তা

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো মোহাম্মদ নাঈম শেখের ফিরে, অন্যদিকে চোটের কারণে বাদ পড়েছেন সৌম্য সরকার।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে সংগ্রাম করলেও সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ভালো খেলার পুরস্কার পেয়েছেন নাঈম। এবার নিজেকে অনেক বদলে এনেছেন বলে জানিয়েছেন জাতীয় দলের নির্বাচকরা। একইসঙ্গে সৌম্যর জন্য দিয়েছেন একপ্রকার সতর্কবার্তা।

যদিও চট্টগ্রামে জাতীয় দলের ওয়ানডে ক্যাম্পে অন্যদের সঙ্গে অনুশীলনে আছেন সৌম্য। তবে চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি বলে জানান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, 'সৌম্য সম্প্রতি তিনটি চোটে পড়েছে। অতি সম্প্রতি তাকে আমরা ইউএই ও পাকিস্তান সিরিজের জন্য বিবেচনা করছিলাম। তখন তার পিঠে হালকা স্পাজম ধরা পড়ে, যা খেলোয়াড় ও ফিজিও দুজনেই মনে করেছিলেন দুই-একদিনের মধ্যে সেরে উঠবে। এমনকি সে ইউএইর বিপক্ষে খেলার মতো অবস্থায়ও আসতে পারতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পুনরুদ্ধার পরিকল্পনামাফিক হয়নি, শরীর সাড়া দেয়নি।'

'আমরা চাই সে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসুক। সে এখনও সুস্থ, তবে আমরা কোনো ঝুঁকি নিতে পারছি না। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সিরিজ। চোট না পেলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর নতুনভাবে নিজেকে ফিরে পেতে পারতো। তবে এরই মধ্যে তার পজিশনে অনেকে ভালো খেলছে,' যোগ করে আরও বলেন লিপু।

২০২৩ সালের এশিয়া কাপের পর দল থেকে বাদ পড়েন নাঈম। এরপর ঘরোয়া ক্রিকেটে দুই আসরেই ৫০০ রানের বেশি করেন। সবশেষ আসরে করেন একটি সেঞ্চুরি ও চারটি হাফ-সেঞ্চুরি মিলিয়ে ৫৩৬ রান। যদিও প্রাইম ব্যাংক দলটি সুপার লিগে উঠতে পারেনি, তবুও নাঈমের পারফরম্যান্স নজর কেড়েছে। তাকে নিয়ে লিপু বলেন, 'নাঈম এখন যে ইনটেনসিটি নিয়ে ব্যাট করছে, তা দুই শীর্ষ ওপেনারের সমান এবং সে সেটা ঢাকার ক্রিকেটে দেখিয়েছে। সে নিজেকে কিছুটা বদলেছে।'

সৌম্যর এখন খেলায় আরও মনোযোগ ও উচ্চতর মানসিকতা দরকার বলে জানান নির্বাচকরা। লিপুর ভাষায়, 'পাশাপাশি সৌম্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়, কারণ তার দশ বছরের আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। আমরা বিশ্বাস করি আধুনিক ক্রিকেটের চাহিদা অনুযায়ী সে নিজেকে মানিয়ে নিতে পারবে। আমরা তাকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত, কিন্তু একইসঙ্গে তারও নিজে থেকে এগিয়ে এসে নিজের অভিজ্ঞতার সাথে মানানসই মনোভাব গড়ে তুলতে হবে।'

তিনি আরও বলেন, 'দল নির্বাচনের আগে আমরা নির্বাচকরা একটা বেস্ট পসিবল কম্বিনেশনের কথাই ভাবি। ওপেনিং জায়গাটা সবসময় একটা স্পেশালাইজড জায়গা, যেখানে একজন ওপেনারের ঘাটতি হলে ন্যাচারালি আমাদের বিকল্প ওপেনারের কথা চিন্তা করা হয়। ইউজুয়ালি মোস্ট অফ দ্য ট্যুরে তিনটা ওপেনার থাকে। তো সে আলোকে এই মুহূর্তে আমাদের তৃতীয় ওপেনার হিসেবে সবচেয়ে ভালো এবং কে অ্যাভেলেবল আছে, তাই ভেবে নাইম শেখ এসেছেন টিমে।'

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

4h ago